মৃদুমন্দা বাতাস কখনো
আমাকে বলেনি
চুমু দীর্ঘ হবে
মিলন মেলার।
শীতের ঝিরঝির বাতাসে
কাঁপেনি প্রিয়ার ঠোঁট
চুমুতে ছিল আমার
সাত রঙের উষ্ণতা।
রাখালিয়া বাঁশি সুমধুর
ঝরনার জলকেলি সুর
মাঝরাতে শিৎকার
কোনটাই পর নয়।
আমি উষ্ণ মেলার পথিক
শীত কী বসন্তকাল
দুপুর কি রাত
তাতে আমার কি আসে যায়।

Author: হাসনাইন সাজ্জাদী
Comments
Powered by Facebook Comments