খয়রামাথা সুইচোরা

খয়রামাথা সুইচোরা

খয়রামাথা সুইচোরা বা পাটকিলে-মাথা সুইচোরা (বৈজ্ঞানিক নামঃ Merops leschenaulti ) (ইংরেজিঃ Chestnut-headed Bee-eater) মেরোপিডি পরিবারের অন্তর্ভুক্ত মেরোপস গনের এক প্রজাতির ছোট পাখি। এরা বাংলাদেশের স্থানীয় পাখি। এদের দেখতে পাওয়া বিরল। এদের দেশের ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং সিলেট অঞ্চলে দেখা যায়। আই. ইউ. সি. এন. এই প্রজাতিটিকে Least Concern বা আশংকাহীন বলে ঘোষণা করেছে। বাংলাদেশেও এরা Least Concern বা আশংকাহীন বলে বিবেচিত। বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

খয়রামাথা সুইচোরা লম্বায় ১৮ থেকে ২০ সে মি হয়ে থাকে। এদের দেহের রঙ প্রধানত সবুজ। কপাল, মাথার মুকুট, ঘাড়ের পিছন, মুখের নিচ এবং কান উজ্জ্বল বাদামী রঙের। দেহের পিছন, পাখা এবং লেজ মলিন চকচকে নীল। লেজের মাঝখানের পালকের বাইরের অংশ নীল এবং ভিতরের অংশ সবুজ। এদের মুখ, গলা এবং চিবুক দেখতে হলুদ। ঠোঁট কালো এবং পা ধূসর কালো। স্ত্রী এবং পুরুষ পাখি দেখতে একরকম তবে অপ্রাপ্তবয়স্ক পাখি দেখতে কিছুটা মলিন।

 

%d bloggers like this: