স্বপ্ন এবং তার ভবিষ্যৎ – ফিরোজ  শ্রাবন

ফিরোজ শ্রাবন

’‘যথন সময় থমকে দাঁড়ায় … স্বপ্ন দেখে মন’’। ’

নচিকেতার গাওয়া বিখ্যাত  গান । মানুষ তার মনের আকুতি অনেক ভাবে প্রকাশ করে, যারা তার কাছের মানুষ তাদের হয়ত বুঝতে সুবিধা হয় কিন্তু মুল্যায়নটা ওভাবে হয় না। কেউ সারা জীবন গান গেয়েও বিখ্যাত হয় না, আবার কেউ একটা গান বিক্রি করে সারা জীবন কাটিয়ে দেয়। ‘একটি গন্ধমের লাগিয়া মওলা বানাইলে রে দুনিয়া..।’ জানে আলমের বিখ্যাত গান । জানি না কার কি স্বপ্ন আছে বা থাকা উচিত কিন্তু সব বাবা মায়ের স্বপ্ন, ছেলে সাকিব আল হাসান হবে। মটর সাইকেল এর পেছনে ছেলে এবং তার ব্যাট ,প্যাড নিয়ে বাবার নিরন্তর ছুটে চলা। এক ক্লাব থেকে অন্য ক্লাবে এক মাঠ থেকে অন্য মাঠে । ছেলে ক্রিকেটার হবে। হারমোনিয়াম  এর সারগাম করতে করতে ছেলে মেয়ের বদলে বাবা, মা এখন রীতিমত গায়ক-গায়িকা। বাংলাদেশের ইতিহাসে অনেক সাধক আছেন যারা সারা জীবন তপস্যা করেও গায়ক হতে পারলো না । আবার অনেকেই সারগাম না করেই গায়ক এবং বিখ্যাত। এমন পরিস্থিতিতে ক্রিকেটার, গায়ক হওয়ার স্বপ্ন দেখতে চাওয়া কোন অন্যায় নয়, তবে সন্দিহান ওদের ভবিষ্যৎ নিয়ে । আজকাল টক শোতে আমরা অনেক স্বপ্নের কথা শুনি। দেশকে এগিয়ে নিয়ে যাবার জন্য কি আপ্রাণ চেষ্টা তাদের, তবে যারা টক,শোতে আসেন তারা কেন আসেন আর মেক আপ গেট আপ নিয়ে কোন স্বপ্নের কথা বলেন তা আমাদের বোধগম্য নয়। দেশপ্রেমের জন্য কোন মেক আপ লাগে না, এটা বোধ হয় সবারই জানা।  এবার দেশের কথা বলি, বাংলাদেশের একজন ফুটবলারকে প্রশিক্ষিত করার জন্য বিদেশ থেক কোচ আনা হল, দীর্ঘদিন প্রশিক্ষণের0 পরেও তার তেমন কোন উন্নতি না হওয়ায় বোর্ড থেকে সিদ্ধান্ত নেয়া হলো , ‘তুমি যেহেতু ফুটবলার হিসেবে দেশকে কিছু দিতে পারলে না , এবার তুমি জাতীয় দলের কোচ হয়ে কিছুটা হলেও দায় শোধ কর।’

%d bloggers like this: