বর্ষার ঘুমে বাংলাদেশ
![বর্ষার ঘুমে বাংলাদেশ](https://roktobij.com/wp-content/uploads/2019/07/Screen-Shot-2019-07-07-at-10.58.46-PM.png)
আসমান কালো মেঘে ঢাকা
জমিনে নেই আলো
অঝোর ধারায় বৃষ্টি নামে
দেখতে লাগে ভালো।
কিন্তু খোকার ভাবনা মনে
কেমনে যাবে পড়তে ?
তৈরি আছে স্যারের পড়া
কোচিংটা চায় ধরতে !
টাপুরটুপুর ছন্দ তালে
ঘুমিয়ে পড়ে শেষে
ঘুরেবেড়ায় আপন মনে
স্বপ্নপুরির দেশে।
হেথায় তাকে প্রশ্ন করে
বলবে তোমার কোন দেশ?
বললো ছেলে উচ্চকণ্ঠে
আমার দেশ বাংলাদেশ।
![ফরিদ সাইদ](https://roktobij.com/wp-content/uploads/2019/07/Screen-Shot-2019-07-07-at-10.46.53-PM-150x150.png)
Facebook Comments Sync