অপেক্ষার সাঁতার

অপেক্ষার সাঁতার শরীফ রুহুল আমীন

আমি সাঁতার কাটি একা
গভীর কিংবা অগভীর জলে
মাঝে মাঝে মনে হয়
এই যে সাঁতার কেটে চলেছি
এর শেষ কোথায়
যেতে পারব নাকি গভীর সমুদ্রে মিশে।
আমি সাহসে ভর করে দেই ডুবসাঁতার
কিন্তু সামনে দেখি পাড় বাঁধা
ডিগবাজি দিয়ে আমি
উলটো দিকে চলে চলে যেতে চাই
সেখানেও বাঁধা ।
আমরা অনেকেই একসাথে নিয়েছিলাম
অংশ এই ডুবসাঁতার খেলায়
সবাই চলে গেল যে যার মত
একেক সময় যার যার ঘড়ির কাঁটা মেপে।
আমার বেলায় রেফারি মশাই
কেমন উদাসীন গেলেন চলে
কিছু না বলে ।
অবেশেষে আমি বুঝেছি
আমার খেলা হয়নি এখনো শেষ
প্রতিদ্বন্দ্বিতার হিসেবেই হইনি গণ্য
তাই এখনো অপেক্ষায় সাঁতরাই
ক্লান্ত হলে পরে জোড় দুবাহু
পাড়ে তুলে দিয়ে বিশ্রাম নেই
আবার দেই ডুব সাঁতার একা একা ।।

শরীফ শেখ
শরীফ শেখ

%d bloggers like this: