আজন্ম আমি ড. নিগার চৌধুরী

ভেবোনা তোমার নিষ্ঠুর নির্দয় প্রতারণায় বিদীর্ণ হবো

বিরহের ঘূর্ণিপাকে পড়ে বিলীন হয়ে যাবো।

যমুনার কালো জলকে কৃষ্ণ ভেবে ঝাঁপ দেবো।

এ যুগের রাধা আমি খোলা চোখে দেখে নেবো

আমি বিহনে তোমার দুর্ভেোগের গভীরতা কতো।

বাংলাদেশের সাধারণ মেয়ে আমি

তবে রবি ঠাকুরের সাধারণ মেয়ের মতো

শুধু কাঁদতে জানিনা এখন লড়তেও জানি।

জীবনের চারপাশের সব অসম্ভব কর্ম সম্ভব করি

অযাচিত অপ্রত্যাশিত সব ঘটনা দুর্ঘটনা

পরিস্থিতি পরিবেশ ঠেলে ঠেলে এগিয়ে চলি

পায়ে মাড়িয়ে যাই অজস্র আপদ বিপদ

ঘরে বাইরে একই লয়ে সরব থাকি।

অসাধু অসৎ সব মানুষ, আর কুৎসিৎ

সংস্কার কুসুংস্কারের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে

সাধারণ হয়েও আজ আমি অসাধারণ।

আজন্ম আমি ড. নিগার চৌধুরী