একই বৃন্তে উনিশ কোটি প্রাণ/ সুলতানা রিজিয়া
উজান বানে সয়লাব শহর
বন্দর গ্রাম
ভেসে যায় প্রকৃতির সন্তান ,
তাবত প্রাণ
অধীর উৎকণ্ঠায় টান টান
ধমনী
তেঁতুলিয়া থেকে টেকনাফে
উদ্বেগ-
গিলছে পানি ঘরবাড়ি
ফসলের মাঠ
সাজানো সংসার
কলকাকলী হাসিমুখ
ক্ষূধার্ত প্রাণে সয়না আর
উপোস-
এখন যৌবন যার সয়না
প্রহর
যুদ্ধ বিনে দুঃসময় বিনাশে
কাঁধে কাঁধ রেখ হাতে রেখে
হাত
জোর কদমে চলরে চল ,
মত্রমুগ্ধের মতো হ্যামিলনের
বাঁশি
রূখে দেয় প্রকৃতির তাণ্ডব
অক্লেশে
শতাব্দীর অশুভ শক্তির
শেকড়ে শাবল
গাঁইতি হেনেছে অসমসাহসী
বীর
নাহি ভয় হবে লয়
জয়ধ্বনিতে
ছিঁড়েছে শৃঙ্খল ভেঙেছে
কপাট
দৃপ্তকণ্ঠে দুরন্ত পদভারে
ডেকেছে
কে আছো জোওয়ান
হও আগুয়ান হাঁকিছে
ভবিষ্যৎ
অকাতরে প্রাণ যে করিবে
দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই
যার যা আছে দিয়েছে
আবেগে
দুঃসময় জয়ে লড়েছে এক
কাতারে
ভেদ ভেদাভেদহীন
মানবতার মাহাত্ম্যে
একই বৃন্তে ঊনিশ কোটির
ঠঁাই জন্মভূমে।
Facebook Comments Sync