এসো হাসি প্রাণভরে
১। জজকোর্টের পাশে মাঠের ধারে দুজন লোক মারামারি করছে। বিদেশ ফেরৎ একজন লোক দেশে এসেছে। সে বিচিত্র ভাষায় কথা বলে। মাঠ দিয়ে যাওয়ার সময় সে দুজনকে মারামারি করতে দেখে। সে ওদের থামাতে চেষ্টা করে ব্যর্থ হয়। মারামারি প্রচন্ড আকার ধারণ করে। তখন সে দৌড়াতে দৌড়াতে এসে জজকোর্টে ঢুকে জজের সামনে দাঁড়ায়। লোকটাকে এভাবে ঢুকতে দেখে অবাক হয়ে জজ জানতে চায়,
: কি হয়েছে ?
: স্যার that time is বেলা ডুবু ডুবু। there is ভীষণ কিলাকিলি । সলিমুদ্দিন and কলিমুদ্দি। কলিমুদ্দিন heats সলিমুদ্দিন on সলিমুদ্দিনস head । সলিমুদ্দিন jumped a চ্যাগারি ব্যাড়া।
: হোয়াট ইজ চ্যাগারি বেড়া?
: ছোট ছোট লাঠি is দড়ি দিয়ে বাধা। that is in চ্যাগারি বেড়া।
২। দুই বান্ধবীর অনেক দিন পরে দেখা হয়েছে। দুজনই সদ্য বিবাহিত। এক বান্ধবী আর এক বান্ধবীকে জিজ্ঞাসা করল,
: তোর বর কেমন?
দ্বিতীয় বান্ধবী উত্তর দিলো,
: আমার বর অনেক সুন্দর কিন্তু বেশি লম্বা না।
: কেমন লম্বা?
: শার্ট পরলে প্যান্ট পরা লাগে না।
৩। এক লোক রাস্তা দিয়ে যতে যেতে পাড়ার এক লোকের বাসায় নেমপ্লেটে লেখা দেখল, লুৎফর রহমান বি.এ.। এক সপ্তাহ পরে সে দেখে একই নেমপ্লেটে লেখা, লুৎফর রহমান এম.এ.। তখন ওই লোক কৌতুহলী হয়ে চাচার কাচে গিয়ে বলল,
: এক সপ্তাহ আগে আপনার নেমপ্লেটে দেখলাম বিএ, এখন এম.এ। ব্যাপরখানা কি চাচা?
চাচা উত্তর দিলো,
: এক সপ্তাহ আগে তোমার চাচি মারা গিয়েছেন। তাই লিখেছিলাম বি.এ। মানে ব্যাচেলর এগেন। আর এক সপ্তাহ পরে আবার বিয়ে করেছি। তাই লিখেছি এম.এ । মানে ম্যারেড এগেন।
৪। একজন স্ত্রী তার স্বামীকে বলে,
: আমি তোমার জন্য একটা গান গাই। তুমি কি আমার গান শুনবে?
:গাও
:‘আমার এক পায়ে নুপুর অন্য পা খালি.’
গান শুনে স্বামী বলল,
: তুমি গান গেয়ে আমাকে যতই ভুলাতে চেষ্টা করো না কেন, আমি কিন্তু তোমাকে আরেক পায়ের নুপুর কিনে দেবো না।
৫। এক ছেলে আরেক ছেলেকে গল্প করছে,
: জানিস আমার আব্বা অফিসের সবচেয়ে ক্ষমতাশালী লোক।
: তাই নাকি! কি করে তোর আব্বা?
: আমার আব্বা অফিসে না গেলে অফিসের দরজা খোলে না। আব্বা দরজা খুলে দেয় তবে সবাই অফিসে ঢোকে।
Facebook Comments Sync