কাছে থাকতে চাই – আলাউদ্দিন কবির

 

কাছে থাকতে চাই

যতোটা কাছে থাকলে দূরে-যাওয়া অসম্ভব

যেমন কাছে থাকে আকাশ নীলের, সূর্য রোদ্দুরের।

 

দূরে গিয়ে কী লাভ, আমরা আসলে কতোটা দূরে যাই?

দূরে গেলেই কি দূরে যাওয়া হয়

মন তো থাকেই মনের পাশে, চিরন্তন প্রেমে প্রেমময়।

 

যাপিত জীবনের যন্ত্রণা ভুলে গাইতে চাই বন্দনা মহাজীবনের

বৃন্তের দুটি ফুলের মতো পাশাপাশি থেকে

সঙ্গী হতে চাই চিরকালীন রোদ্দুর আর নৈমিত্তিক নীলের।

 

সর্বশেষ শ্বাসের সামর্থে আমি জানিয়ে যেতে চাই

কাছে থাকতে চাই প্রিয়, কাছে থাকতে চাই

দূরত্ব বাড়িয়ে কী লাভ বলো, দু’দিনের দ্যোদুল দুনিয়ায়!

 

%d bloggers like this: