জীবন বীমার সব টাকা

মটকু ভাই

মটকু ভাই

মটকু ভাই 

জীবন বীমার সব টাকা

মটকু ভাইকে খাইয়ে নববধু সলজ্জ কন্ঠে জানতে চাইল, এভাবে পুরোটা বছর যদি রোজ রোজ তোমাকে নিজ হাতে রান্না করে খাওয়াই তা হলে বিনিময়ে আমি কী পাওয়ার আশা করতে পারি?

গম্ভীর মুখে মটকু ভাই বলেছিল, আমার জীবন বীমার সব টাকা।

চোখে বালি

বন্ধু : কাল আমার ছেলেটার চোখে একটা বালি পড়ল। ডাক্তার দিয়ে বের করাতে গিয়ে একশ টাকা বেরিয়ে গেল।

মটকু ভাই : আরে ভাই, আমার তুলনায় ও তো কিসসু না। গতকাল বেড়াতে গিয়ে বউয়ের চোখে একটা শাড়ি পড়েছিল : একসাথে সাড়ে চার হাজার টাকা বেরিয়ে গেছে।

পরচুলা

নব বিবাহিত দম্পতির মাঝে কথা হচ্ছে।

স্ত্রী : যদি বলি আমার উপরের পাটির দাঁতগুলো বাঁধানো, তবে কি তুমি রাগ করবে?

মটকু ভাই : মোটেই না, আমি তবে নিশ্চিন্তে আমার পরচুলা আর কাঠের পা-টা খুলে রাখতে পারব।