তুমি এসো প্রিয়া

তুমি এসো প্রিয়া মীম মিজান

আজ পুর্ণিমা রাত।
জোসনার বর্ষণ।
আপনালয়ের দ্বারখুলে এসো প্রিয়তম জোসনার এই ভরা প্রোচ্ছ্বল যৌবনের ঢেউয়ে ভেসে যাই দুজন।
আমার উরুতে রেখো তোমার মাথা।
আমি আঙুলগুলোকে তোমার কেশের মাঝে বিলিতে রাখবো ব্যস্ত।
কন্ঠে সুর তুলবো অভিসার গীতের।
ভুলে যাব নিশার কতটুকু পরিসীমা।
স্নিগ্ধ আলোর স্নানে সিক্ত হবো দু’জন।

জোসনার বানে ভাসতে ভাসতে কেটে যাবে মহাকাল।
তোমার কেশের গন্ধে মাতাল হবো।
জোসনায় সিক্ত তোমার অবয়ব অপ্সরার কাছে ঈর্ষার তুল্য হবে।
বিহগেরা শোনাবে প্রেমগীত।
আকাশের তারকারাজি তাদেরকে মিলে কণ্ঠহার রূপে উপঢৌকন দিতে চাইবে তোমায়।
তোমার আমার সেই মধুক্ষণকে শোভিত করতে প্রকৃতি নানা সাজে সজ্জিত হয়ে আমাদের চারপাশকে করবে বহুবর্ণীল।

তুমি এসো এমনো জোসনার বরষায়।
তুমি এসো পূর্ণ শশীর এই রজনীতে।
আমি কেঁদে কেঁদে ডাকি তোমায়, তোমার প্রাণনাথ।
তোমার ভ্রমর।
মধুলেহ।

আমার বারতা তোমার বাতায়ন খুলে মধুপের কাছে নিও।
তোমার বাক্সবন্দি আকাশী পারের শাড়িটি পরিও।
চিকুরকে বেনি করোনা।
প্রেয়সী, খোলা রেখো মাথা।
বাতাসের ঝটকায় তোমার চিকুরের কিয়দংশ আমার মুখাবয়বে আছড়ে পড়বে।
আমি সোদা গন্ধে হারিয়ে যাব।

চপ্পলহীন হয়ে এসো প্রিয়া।
তোমার মেহেদীরাঙানো পদনখ আমি দেখবো তন্ময়তা নিয়ে।
শাড়িরজমিনের সবুজের ঢেউ যেন আমার ধানের ক্ষেত।

তুমি এসো। তুমি এসো।

২৩ জুন, ২০১৮।

Meem Mizan মীম মিজান
মীম মিজান