নতুন দেয়াল/ রানা জামান

নতুন দেয়াল

রানা জামান

নতুন দেয়াল গড়তে চেয়ে ভেংগে দিয়েছি পুরনো

পুরনো চিন্তার স্থবিরতা ক্ষয়ে দেয় কুঁড়ি

দাম্ভিকতা  ক্রুটি ঢেকে রেখে

সেতারের তার ছেঁড়াতে প্রমত্ত থাকে অহর্নিশ

সম্ভাবনা কুঁড়ি হয়ে পাখা মেলে

এগোয় জানলার দিকে অরুণের আলো

নিয়ে নয়া জগতের দ্বার উন্মোচনে

তারুণ্যের চিতা পিছু হটে না কখনো

পুরনো নয়ার কারিশমায় গাত্র দাহে ভুগলে

একটা বাঁধা কুঁজ হয়ে পিঠে গজালেও

পাশ ফিরে শুতে সমস্যা হয় না

দূরত্বের সুঁই খুঁচিয়ে বিটপে বানায় ঘা

পুরনোর অভিজ্ঞতা সংযোগে নাব্যতা আনে

উন্নয়নের সাম্পান চলার সমুদ্রে

উভয় জনুর সম্মিলিত প্রচেষ্টায়

অপ্রতিহত গতিতে এগোয় আগামীর দিকে।

Click the image to edit or update

Remove featured image

Author