প্রেমে বসন্ত বারোমাসই হয়

প্রেমে বসন্ত বারোমাসই হয় রনি রেজা

বৃষ্টির সঙ্গে দ্বন্দ্ব আমার

বৃষ্টিরও বুঝি তাই

তুমিহীন নগরে 

ঝড়ছে অঝরে

তৃষ্ণা মেটানো দায়

 

এসো চুপি চুপি

হয়ে মেঘরাণী

জলশাড়ি জড়িয়ে গায়

ভেজা চুলে জড়িও 

সুগন্ধি বকুল

আলতা পরিও পায়

 

রিমঝিম তালে নাচব দু’জনে

সমস্ত শহর জুড়ে

বৃষ্টির ফোটায় ফুঁটবে কদম

আর থেকো না দূরে

 

শোনো অভিমানী

তোমার কামুক আহ্বানে

জেগেছে শহর

জেগেছে প্রকৃতি

ভেঙেছে সকল নিরবতা

তোমায় বেয়েই এ বুভুক্ষ নগরে

নামমে তুমুল উষ্ণতা

 

বোকা বৃষ্টি বুঝবে এবার-

‘প্রেমে বসন্ত বারোমাসই হয়।’

 রনি রেজা
রনি রেজা