বন্ধু চাই / বেবী নাসরিন
পড়ন্ত বিকেলে। গোল ডিমের কুসুমের মত সূর্যটা চারিদিকে লাল আভা ছড়িয়ে কেমন রং বদলের
খেলা করছে।
আবির পায়চারি করে পড়ছে। সামনে ভর্তি পরীক্ষা। তাইতো পড়ার চাপ একটু বেশি। হঠাৎ ডোরবেল বেজে উঠল।আবির দরজা খুলে দেখল তিনটা বাচ্চা ছেলে। সে বলল,—কি খবর তোমাদের?
ওরা বলল,—আপনাদের বাসায় ছোট বাচ্চা ছেলে আছে?
—কেন?
— আমরা বন্ধু বানাব। আমাদের একজন বন্ধু দরকার। আমাদের একজন বন্ধু চলে গেছে তো
তাই ।
আবির ভাবল আমারতো অনেক বন্ধু দরকার।
ওরা কী সুন্দর বন্ধু খুঁজছে! হয়ত পেয়েও যাবে।
অনেক ফ্লাট এখানে।কোন না কোন ফ্লাটে ওদের বন্ধু নিশ্চয়ই আছে।
ওরা কী সুন্দর বন্ধু খোঁজে কিন্তু আমরা বড়রা এভাবে বন্ধু খুঁজতে পারি না। এটাই বড় আর
ছোটদের মাঝে তফাৎ ।
মানুষ বন্ধু ছাড়া একটা দিনও ভাবতে পারে না। বাচ্চারা আরও বেশি তাদের সঙ্গীকে মিস করে।
প্রতিটা মুহূর্ত তারা একজন বিশ্বস্ত বন্ধু আশা করে। আমরাও সেটা আশা করি।
আবিরের সঙ্গে মৃদুল, রায়হান,আর রবিনের আবার দেখা হলো ।
—কি তোমরা বন্ধু খুঁজে পেয়েছ ?
—হ্যাঁ একজন বন্ধু পেয়েছি, তবে আরো বন্ধু চাই।
—আমাকে নেবে?
—তুমিত অনেক বড়।
—ঠিক আছে। আমি বন্ধু খুঁজে দেব। ‘টা লাগবে?
দুহাতের আঙ্গুল তুলে দেখিয়ে বলল, দশটা!!!!!
গল্পের নীতি কথা:
আমরা বড়রা বাচ্চাদের মত মনস্তত্ত্ব নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চলতে পারি। তাহলে আমরা
সর্বত্রই বিজয়ী হবো।
Facebook Comments Sync