মটকু ভাই কৌতুক রক্তবীজ ডেস্ক

মটকু ভাই

মেয়েলি যুক্তি

তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? একদিন স্ত্রী জিজ্ঞেস করল পটাশ ভাইকে।
এ ধরনের প্রশ্ন করে তুমি কিন্তু আমাকে অপমান করছ। আহত স্বরে বলল স্বামী, এত দিন একসঙ্গে ঘর করার পর। তাহলে তুমি কথায় নয়, কাজে প্রমাণ করে দেখাও। না, চুমু খাওয়া শুরু করতে হবে না। পুরুষেরা এ কাজ খুব পারে। তারচেয়ে বলো, আমার মনমেজাজ সব সময় ভালো থাক, তা কি তুমি চাও?
অবশ্যই চাই।
মুখের চামড়ার সুন্দর রং?
নিশ্চয়ই।
কাজ থেকে ফিরে এসে যেন ক্লান্ত হয়ে না পড়ি?
অবশ্যই।
তুমি কি চাও, আমার পরণে সব সময় লেটেস্ট ফ্যাশনের পোশাক থাক?
চাই।
আমার স্বামীর কারণে আমাকে যেন লজ্জা পেতে না হয়, বরং তাকে নিয়ে যেন গর্ব করতে পারি?
খু-উ-ব চাই।
যেন সে আমাকে নিজের মার্সিডিজে চড়িয়ে থিয়েটারে নিয়ে যায়?
চাই, কিন্তু শুধু আমার ভালোবাসা দিয়ে কি এত কিছু সম্ভব হবে?
আমি কিন্তু তোমার কাছে অসম্ভব কিছু দাবি করছি না। তবে এই শুভকামনাগুলো তোমার যদি আমার জন্য সত্যিই থেকে থাকে এবং তুমি যে রকম বলছ, যদি সে রকম আমাকে ভালোবাসো।
অবশ্যই বাসি।
তাহলে এক্ষুনি আমাকে ডিভোর্স দাও।

ন্যাচারাল

একসঙ্গে বেড়াতে যাওয়ার আগে ৪০ মিনিট ধরে আইব্রো পেনসিল, আই শ্যাডো, আই লাইনার, মাশকারা, টোনার, ব্লাশ ও লিপস্টিকের যথাযথ সদ্ব্যবহার করে নিয়ে পটাশ ভাইয়ের স্ত্রী পটাশ ভাইয়ের দিকে ঘুরে তাকিয়ে জিজ্ঞেস করল, দেখো তো, আমাকে ন্যাচারাল দেখাচ্ছে কি না!

সূর্যের গরমে তেষ্টা পাবে

অভিযোগের সুরে পটাশ ভাইয়ের স্ত্রী পটাশ ভাইকে বলল, বিয়ের আগে তুমি বলতে, আমি নাকি তোমার সূর্য তাহলে এখন প্রতিদিন বারে গিয়ে বিয়ার খাও কেন?
কী আশ্চর্য! সূর্যের গরমে তেষ্টা পাবে, সেটাই স্বাভাবিক না?