ভিক্ষুক হয়ে যাবো মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

আমি যেদিন চলে যাবো 

অন্তিম কোন ডাকে

কোন এক শরতের

সন্ধ্যার ফাঁকে।

আগরবাতির মৌ মৌ ঘ্রাণ

দিবে আমার জীবনের টান

ছিন্ন করে যতো বাঁধন

ভেঙে দিয়ে সব অভিমান।

কিংবা প্রকট আতরের গন্ধে

একত্ববাদের বিমোহিত ছন্দে

সেদিন হতে রইবো না আর

তোমাদের কোন চুক্তি দ্বন্দ্বে।

তোমরাও ভুলে যাবে 

আগামী বসন্তের আগে

ফিরবো না আমিও কভু

যদি ওকূল ভেঙ্গে চর জাগে।

আবার বৃষ্টি হবে

গ্রীস্ম ফুরাবার পর

অন্যেরা সব করবে দখল 

নিত্যদিন ঘামেভেজা কুঁড়েঘর।

তখন শুধু তোমাদের মুখাপেক্ষী

ভিক্ষুক হয়ে যাবো

দয়াকরে যদি দাও

সেটিই শুধু পাবো

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

 

%d bloggers like this: