রক্তবীজ কি

 

আজ থে‌কে ব‌ত্রিশ বছর আগে হাওড় কন্যা হ‌য়ে‌ছিলাম আমি। ফেনা‌য়িত ঢেউ, আকাশঢাকা পা‌খির ঝাক,‌ শিস কাটা বাতাসে মনপ্রাণ জু‌ড়ি‌য়ে কা‌টি‌য়ে‌ছিলাম অ‌নেকগু‌লো দিন।  আর সেখা‌নে সেই হাওড় জনপ‌দের দা‌রিদ্র পী‌ড়িত অথচ হৃদয়বান সরল সহজ মানুষগু‌লোকে সা‌থে নি‌য়ে

roktobij-logo

 

প্রকাশ ক‌রে‌ছিলাম সা‌হিত্য সংস্কৃ‌তি বিষয়ক অ‌নিয়‌মিত প‌ত্রিকা ‘রক্তবীজ।’  তারপর অ‌নেক প্র‌তিকূলতার জাল ছি‌ড়ে মা‌ঝে মা‌ঝে বে‌রি‌য়ে‌ছে রক্তবীজ। রক্তবীজ আমার স্ব‌প্নের নাম। এই স্বপ্ন আমি আপনা‌দের সা‌থে নি‌য়ে দেখ‌তে চাই।

আজ এই ক্ষণে আপনা‌দের আনন্দের সাথে জানাচ্ছি, রক্তবীজ‌কে আমি এখন শুধুমাত্র দুই মলা‌টে ব‌ন্দি রাখ‌তে চাই না। ছ‌ড়ি‌য়ে দি‌তে চাই বিশ্বময়। দে‌শের সীমানার বাই‌রে রক্তবী‌জের প‌রিব্যা‌প্তি ঘটা‌তে চাই পৃ‌থিবীজোড়া পাঠ‌প্রিয় মানু‌ষের কা‌ছে। তাই নতুনরূপে আস‌ছে’ রক্তবীজ ও‌য়েব পোর্টাল’

                                                                                                                                                                         আফরোজা পারভীন