সম্মোহন বিদ্যা

মটকু ভাই

মটকু ভাই

মটকু ভাই

সম্মোহন বিদ্যা

মটকু ভাই : সম্মোহন বিদ্যা আবার কী গো?

মটকু ভাইয়ের স্ত্রী : সম্মোহন বিদ্যা জানলে দ্বিতীয় কোনো মানুষকে নিজের বশে রেখে তাকে দিয়ে ইচ্ছেমতো কাজ করানো যায়।

মটকু ভাই : ওটা আবার সম্মোহন বিদ্যা নাকি? ওটা তো বিয়ে।

 

খোয়াবনামা

নতুন বছরের প্রথম দিনে ঘুম ভাঙতেই মটকু ভাইয়ের স্ত্রী ছুটে গেল তার স্বামীর কাছে। গদগদ স্বরে বলল, ও গো, শুনছ, কাল রাতে আমি দারুণ একটা স্বপ্ন দেখেছি!

মটকু ভাই : কী স্বপ্ন দেখেছ?

স্ত্রী : দেখলাম, নতুন বছরের প্রথম দিন উপলক্ষে তুমি আমাকে সুন্দর একটা হীরার আংটি উপহার দিয়েছ! এই স্বপ্নের অর্থ কী, বলো তো?

রহস্যময় হাসি হেসে বললেন মটকু ভাই,, তুমি কোনো চিন্তা করো না, প্রিয়তমা। আজ রাতেই এর অর্থ জানতে পারবে!

রাতে মটকু ভাই  ঘরে ফিরলেন সুন্দর একটা উপহারের প্যাকেট নিয়ে। চটজলদি প্যাকেট খুললেন স্ত্রী । প্যাকেটের ভেতর থেকে বের হলো একটি বই, নাম খোয়াবনামা!

 

পুরুষের পিছনে নারীর হাত

 

মটকু  ভাইয়ের স্ত্রী আর তার ছোটবোন মিলে গল্প করছে

স্ত্রী : এই যে আজ আমার এত টাকা-পয়সা দেখছিস, বলতো আমার পিছনে কার হাত সবচেয়ে বেশি?

ছোট বোন : কার?

মটকু ভাইয়ের স্ত্রী : তোর দুলাভাইয়ের পিছনের পকেটের।

ছোটবোন : কিভাবে?

স্ত্রী : ওর মানিব্যাগটা তো ওর পিছনের পকেটেই থাকে।