মটকু ভাই কৌতুক রক্তবীজ ডেস্ক

স্ত্রী নিখোঁজ

মটকু ভাই পুলিশের সঙ্গে ফোনে কথা বলছে,

মটকু ভাই : স্যার, আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেছে। দয়া করে তাকে একটু খুঁজে দিন না।

পুলিশ : কবে থেকে নিখোঁজ হয়েছেন তিনি?

মটকু ভাই : মাসখানেক তো হবেই।

পুলিশ : বলেন কী! তা এতোদিন আমাদের জানান নি কেন?

মটকু ভাই : আমার যে স্ত্রী নিখোঁজ হয়েছে এই বিষয়টিই মনে ছিল না, স্যার।

পুলিশ : আজ কী করে মনে হল?

মটকু ভাই : স্যার, সকালে ঘুম থেকে উঠে আমার পরার মতো পরিষ্কার কোনো কাপড়-চোপড় না দেখেই মনে হল, আসলেই আমার স্ত্রী নিখোঁজ!

 

খুশিতে

মটকু ভাইয়ের বউ কাউকে কিছু না বলে দুই দিন আগে বাড়ি থেকে বের হয়ে গেছে। দুদিন পর মটকু  ভাইয়ের বউ ফিরে না আসায় মটকু ভাই এক দৌড়ে পোস্টঅফিসে গিয়ে পোস্টমাস্টারকে বলল, ভাই, আমার স্ত্রী দুই দিন আগে বাড়ি থেকে চলে গেছে।

পোস্টমাস্টার বললেন, আরে ভাই এটাতো পোস্টঅফিস। আপনি থানায় গিয়ে অভিযোগ না করে এখানে এসেছেন কেন?

কী করবো স্যার, খুশিতে আজকে কোনো কিছুই মাথায় আসছে না যে! মটকু  ভাইয়ের জবাব।

 

কাজগুলো আগেই সেরে ফেলেছিলাম

মটকু ভাই অফিস থেকে বাসায় ফিরেই টেলিভিশনটা ছেড়ে দিয়ে স্ত্রীকে বলল, কিছু শুরু হওয়ার আগে আমাকে এক গ্লাস পানি দাও তো?

মটকু ভাই-এর স্ত্রী পানি এনে দিল। ঠিক পনের মিনিট পর মটকু  ভাই আবারো তার স্ত্রীকে বলল, কিছু শুরু হওয়ার আগে আমাকে গরম গরম এক কাপ চা দাও তো?

মটকু ভাইর স্ত্রী একটু রেগে গিয়ে রান্নাঘর থেকে এক কাপ চা এনে দিল। চা শেষ করার কিছুক্ষণ পরেই মটকু ভাই আবার তার স্ত্রীকে বলল, শুরু হওয়ার আগে তুমি তাড়াতাড়ি আমার জন্য এক বালতি গরম পানি এনে দাও তো। কারণ, যে কোনো মুহুর্তে সেটা শুরু হয়ে যেতে পারে।

এবারে মটকু ভাইর স্ত্রী রেগে অগ্নিশর্মা হয়ে চিৎকার করে বলল, হচ্ছেটা কী শুনি? তুমি এমন করছো কেন আমার সঙ্গে? আজই আমি বাবার বাড়ি চলে যাবো। থাকো তুমি একা।

বলছিলাম না যে কোনো মুহুর্তে শুরু হয়ে যাবে। এই বার সেটা শুরু হয়ে গেল। যাক বাবা, কাজগুলো আগেই সেরে ফেলেছিলাম। মটকু ভাইয়ের জবাব।

 

 

%d bloggers like this: