হাসনাইন সাজ্জাদীর দুটি কবিতা

নারীর কাছে ঋণ

সুজলা সুফলা আমার নারী

শষ্যে শ্যামলিমায় আমার ঋণ

হায়েনা হাতে ক্ষত-বিক্ষত

আমার জন্মই তার প্রতিবাদ।

নারীকে যদি মানবতার সূতিকাগার ভাবি

তবে নারী জন্ম অশেষ কৃপার

নারীতেই জন্ম আমার

নারীতেই পূর্ণতা।

নারী আমার সাফল্য

নারী আমার পুণ্য

রোবট নিউ হরাইজন

অভিযান অভিমানে

প্লুটোর উপত্যকায়

নারীর কাছে আমার ঋণ।

সেরা কবিতা-নারী

সেরা কবিতা

আকাশের ধূসর মেঘমালা

প্রকৃতির সবুজ জমিন

মঙ্গলের মরিচিকা

না নারী হৃদয় আকুলতা

জানা হল না!

আকাশের রক্ত কনিকায়

প্রতিবাদের আগুন আছে

প্রকৃতির শিরায় শিরায়

বিচিত্র জীবন আছে

মঙ্গলের বিষাক্ত গ্যাসে

জীবনের হাতছানি আছে।

নারী হৃদয়ে আছে

সভ্যতার নির্যাস

নারীকে মুক্তি ভেবে

নারীকে শক্তি ভেবে

প্রণাম কর হে নিয়তি

পৃথিবীর পুরোটাই

মায়াবন বিহারিণী নারী

সেরা কবিতা আমার।

 

হাসনাইন সাজ্জাদী