২৬শে মার্চ / ফিরোজ শ্রাবন

২৬শে মার্চ / ফিরোজ শ্রাবণ

২৬শে মার্চ / ফিরোজ শ্রাবণ

শুভেচ্ছা সেই মহান মুক্তিযোদ্ধাদের । যারা ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনীর নৃশংস হত্যাকাণ্ডের মধ্যদিয়ে বাঙালি জাতীয়তাবাদকে ধ্বংস করার যে পাঁয়তারা পশ্চিমা বাহিনী চালিয়েছিল, তাদের বিরুদ্ধে জীবনকে বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিল। সেই মহান অকুতোভয় সৈনিকদের প্রতিগভীর শ্রদ্ধা । যাদের মহান আত্মত্যাগের মধ্যদিয়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে এনে দিয়েছিল একটি পতাকা, একখণ্ড মানচিত্র যার নাম বাংলাদেশ। আজ মহান স্বাধীনতা দিবস, বাঙালি জাতির জন্য এক বিরাট গৌরবের দিন। আজ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। পাশাপাশি বাঙালি জাতির মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী।এমন খুশির দিনেও আমাদের সেই যে অপূর্ণতা তা যেন বার বার মনে করিয়ে দেয়। যার ডাকে সাড়া দিয়ে আমাদের কৃষক, শ্রমিক, মুটে, মজুর, ছাত্র-শিক্ষক আবাল বৃদ্ধ বনিতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই স্বাধীনতার ঘোষক স্বপ্নম্রষ্টাকে যাকে আমরা রক্ষা করতে পারি নাই। আমাদের এই আনন্দের দিনে বেদনাকে যেন আমরা চির বিদায় দিতে পারবো না কখনও, কোনদিন। আমাদের দেশ অনেক ষড়যন্ত্র আর কূট-কৌশল অতিক্রম করে আজও মাথা উচু করে দাঁড়িয়ে আছে । রক্তে ভেজা এই দেশ,  এই মাটিকে নিয়ে আজও ষড়যন্ত্রের শেষ নেই । শত বাঁধা বিপত্তি পেরিয়ে আজও আমারা গেয়ে উঠি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।’ আমাদের এই দেশকে আমরা অনেক ভালবাসি। আমাদের দেশপ্রেমের কিন্তু কখনোই কমতি ছিল না কিন্তু ওই যে সেই ষড়যন্ত্র কারীরা আজও বসে নেই।  তাদের ধ্যান জ্ঞান দেশকে ধ্বংস করা।  দেশকে ধ্বংস করার খেলায় তারা মেতে আছে। মাঝে মাঝে মনে হয়, দেশপ্রেমের নামে আমরা কেউ বাড়াবাড়ি করছি না তো? কারণ যাদের আত্মত্যাগে এই দেশ স্বাধীন হয়েছে এখনও তাদের আহাজারি শুনি।  শত অভাব অনটনে তাদের দিন কাটছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক অনেক সন্মানে আর সন্মানীতে মুক্তিযোদ্ধাদের আগলে রেখেছেন। তার চেয়ে আর কে বাসবে ভাল যে জানে, যার বাবার অবদান এই দেশ তার থেকে মায়া মমতা আর কারও বেশি হতে পারে না। তবে আমাদের দেশের সকল মানুষকে দেশের জন্য কাজ করতে হবে নিবেদিত প্রাণ হয়ে।এই প্রজন্মের মুক্তিযোদ্ধা তো আমরা হবো যারা এই দেশের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসতে পারবো। জননেত্রী শেখ হাসিনার মতো দেশের জন্য নিজেকে বিলিয়ে দিবো । এখন যারা এই দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন তাদের  বলবো, এই দেশে আমার আমরা কেউ কারও শত্রু না হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। আর উন্নয়নের অগ্রযাত্রায় দেশকে নিয়ে যাব উন্নয়নশীল দেশ হিসেবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন। আমিন।

%d bloggers like this: