হৃদয়ের ডানা/ফিরোজ শ্রাবন

ফিরোজ শ্রাবন

হৃদয়ের ডানা/ফিরোজ শ্রাবন

 

আজ  হৃদয়ের ডানা মেললো 

দুটি আঁখি খুজে পেল সুখের ঠিকানা

সূরযের অলো যেন, ভরা জোৎস্না ।

বাধাঁর দেয়াল, ভেঙে সে আমার  

মনের দুয়ার খুলে দিলো।। 

 

জীবনের প্রতিক্ষণ, প্রতিটি প্রহর

আড়ালে রেখেছি যেন অচেনা শহর।

ভাবনায় ছিল যত, ফিরিয়েছি অবিরত

তবুও আমায় না ছাড়লো।।

 

এ এমন সুখ, ভাঙে শুধু বুক

মন পেতে চায় বারে বার।

আলো আমি, আমাকে নিতে চায় যে শুধু আঁধার

 

আমি মরেছি জানি, তবুও মানি

আমি বিরহীনি তার বিহনে।

অপেক্ষায় থেকে তার, কাটবে জীবন আমার

কি যেন কি হয়ে গেল।।