বিচারপতি এম ফাতিমা বিবি/ নন্দিতা আহমেদ

বিচারপতি এম ফাতিমা বিবি/ নন্দিতা আহমেদ

 

বিচারপতি এম ফাতিমা বিবি ( ৩০ এপ্রিল, ১৯২৭) ছিলেন ভারতের প্রথম মহিলা বিচারক। ১৯৮৯ সালে ভারতের সুপ্রিম কোর্টে  তাঁকে নিযুক্ত করা হয়।  তিনিই প্রথম কোন মুসলিম মহিলা যিনি ভারতের উচ্চতর বিচারব্যবস্থায় নিযুক্ত হন। তিনি ভারতের সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক এবং এশিয়া উপমহাদেশেরও প্রথম নারী বিচারক হিসেবে মর্যাদায় আসীন।

ফাতিমা বিবির পিতার নাম মীরা সাহেব, মাতা খাদিজা বিবি । তিনি ৩০ এপ্রিল ১৯২৭ সালে ব্রিটিশ ভারতস্থ পাথানামথিত্তা, ট্রাভাঙ্কোর-এ জন্মগ্রহণ করেন।

পাথানামথিত্তার ক্যাথোলিকেট উচ্চ বিদ্যালয়ে তাঁর স্কুল জীবন শুরু হয়। তিরুবনন্তপুরম এর ইউনিভার্সিটি কলেজ থেকে তিনি বি.এসসি. সম্পন্ন করেন।

১৪ নভেম্বর ১৯৫০ সালে অ্যাডভোকেট হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। তিনি কেরালার নিম্ন বিচার বিভাগে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৫৮ সালের মে মাসে কেরালার সাব কোটি জুডিশিয়াল সার্ভিসেস মুনসেফ হিসাবে নিযুক্ত হন তিনি। ১৯৬৮ সালে সাব জজ হিসেবে পদোন্নতি পান। ১৯৭২ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৯৭৪ সালে জেলা ও দায়রা জজ হিসেবে কাজ শুরু করেন তিনি।

এছাড়াও তিনি ১৯৮০ সালের জানুয়ারিতে আয়কর আপিল ট্রাইব্যুনালের বিচারিক সদস্য নিযুক্ত হন। তিনি ১৯৮৪ সালের ১৪ মে হাইকোর্টের স্থায়ী জজ হিসেবে মর্যাদা লাভ করেন। তিনি ১৯৮৯ সালের ২৯ এপ্রিল হাইকোর্টের জজ হিসাবে অবসর গ্রহণ করেন।

আদালত থেকে অবসর নেয়ার পর তিনি জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে কাজ করেন। তিনি ১৯৯৭-২০০১ সাল পর্যন্ত তামিলনাড়ুর  গভর্নর হিসেবে কর্মরত ছিলেন। গভর্নর হিসেবে তিনি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য কেরালা কমিশনের চেয়ারম্যান (১৯৯৩) হিসেবে কাজ করেন । তিনি ১৯৯০ সালে ডি লিট সম্মান এবং মহিলা শিরোমনী পুরস্কার লাভ করেন। তিনি ভারত জ্যোতি পুরস্কারও লাভ করেন।

বর্তমানে তিনি কেরালার পাথানামথিত্তায় তাঁর  পৈতৃক বাড়িতে বসবাস করছেন।

তথ্যসূত্র: 

উইকিপিডিয়া

নন্দিতা আহমেদ
নন্দিতা আহমেদ