দুর্লভ স্বপ্ন/ ছন্দা দাশ

ছন্দা দাশ 

ছন্দা দাশ 

দুর্লভ স্বপ্ন/ ছন্দা দাশ

 

টুংটাং টুংটাং

পিয়ানোর শব্দ

ঘুম থেকে জেগে দেখি

চারদিক স্তব্দ।

 

পিয়ানোটা ঠিকই আছে

ঢাকাখানা ঠিকঠাক

বাজালো কে তবে ওটা

ভেবে মাথা হল ফাঁক।

 

অবশেষে মাঝ রাতে

ঘুম যবে নামল

শৈশব বাবা হয়ে

যেন মোরে ডাকলো।

 

আয় আয় খুকু আয়

কাছে আয় মামণি

শৈশব তোকে খুকু

আরবার দিয়ে দি।

 

পিয়ানোত বাজেনি রে

ছিল তোর আকূতি

সুর হয়ে বেজেছে তাই

হৃদয়ের তন্ত্রী।

 

ঘুম থেকে জেগে খুঁজি

বাবা আর শৈশব

দেখি সবই মিছিমিছি

শুধু স্বপ্নটা দুর্লভ।।