ব্রতপালন/ ভারতী বন্দ্যোপাধ্যায়
ব্রতপালন/ ভারতী বন্দ্যোপাধ্যায়
এই কথাটা ঠিক বলেছে গোঁসাই
তোমার আমার কন্ঠীবদল হলে
পৃথিবীর সব ঈর্ষায় গাছের গোড়ায়
দু -এক ফোঁটা বৃষ্টি পড়বে ঝরে,
আমিও আমার তরুণ অঙ্গ মেজে
তোমার সঙ্গে গানের মাধুকরী,
গাঁ শহরের সবার ঘরে ঘরে
বৌ-ঝিয়েরা মারবে উঁকি -ঝুঁকি,
পথে যেতে কৃষ্ণচূড়ার তলে
চুড়োর মধ্যে সাজিয়ে নেবো ফুল
আমরা শুধু হাঁটবো মাধুকরী
ভালোবাসায় আর হবে না ভুল।
Facebook Comments Sync