মেঘের ফেরা/ প্রণব মজুমদার

মেঘের ফেরা

মেঘের ফেরা

মেঘের ফেরা/ প্রণব মজুমদার 

 

স্বচ্ছ বরফের মত সাদা মেঘ হতে চেয়েছিলাম

নরম তুলতুলে গায়ের স্পর্শে জড়ানো নীলাকাশ

ভালোবাসা আর মমতা বোঝে না সে বোঝে না।

নিকষ কালো হলো আমার মন

এভাবে থাকি আর কতক্ষণ? 

 

দ্রোহে নেমে গেছি সবুজ প্রান্তরে

বর্ষা চেয়েছ প্রচন্ড আগ্রহ ভরে

উত্তাল সাগর, নদীও শুকিয়ে যায়

শীতল পরশ সবাই পেতে চায়!

জলকে করছো তোমরা দূষণ 

ভূখন্ড বারির অনাচারে অবশেষে

আমার প্রত্যাবর্তন 

আকাশ ডাকে

তবুও শান্তি! গগণতো আমায় 

কিছুটা ভালোবাসে!

প্রণব মজুমদার
প্রণব মজুমদার