অমর একুশ / শাহজাহান আবদালী
অমর একুশ / শাহজাহান আবদালী
সবার চেয়ে শ্রেষ্ঠ আমার মা
সবার চেয়ে মিষ্টি মায়ের ডাক
সবার প্রিয় মা-মাটি আর গাঁ
মায়ের ছবি হৃদয়জুড়ে থাক।
মায়ের ভাষা মিষ্টিমাখা বোল
মায়ের ভাষা ঘুমপাড়ানি গান
দুপুরবেলা প্রাণজুড়ানো দোল
মায়ের ভাষা জোছনা আলোর বান।
মায়ের ভাষা কন্ঠে ধারণ করে
হাজার খোকা মিছিল নিয়ে যায়
মিছিল দেখে শোষক ভয়ে মরে
চালিয়ে গুলি ভয় তাড়াতে চায়।
চললো গুলি রক্তে সড়ক লাল
তাও থামে না মাতৃভাষার সুর
আকাশ জুড়ে সাদা মেঘের পাল
বইলো হাওয়া কাঁপলো সমুদ্দুর।
গাইলো পীযূষ ফুটলো পলাশ ফুল
আনলো খোকা মাতৃভাষার জয়
শোকের মাঝে খুশির হুলস্থূল
অমর একুশ এমনি করে হয়।
Facebook Comments Sync