ফাগুন ডাহুক/ শাহীন রেজা 

ফাগুন ডাহুক

ফাগুন ডাহুক

ফাগুন ডাহুক/ শাহীন রেজা  

 

যদি জানতাম আকাশ ভেঙে দিলে জলগুলো কেন বৃষ্টি হয়ে যায়

 তাহলে কখনোই তোমার কাছে জানতে চাইতাম না অফুরান অশ্রুর কারণ। 

 

তুমি বলতে, ভালোবাসার উল্টো পিঠেই থাকে ঘৃণা; যা ক্রমাগত অগ্নির জন্ম দেয়।

 

আজ সে বিশ্বাস তোমার কোথায় উবে গেলো?

 

কাঁচের পাত্র আর মন দুটোই সমান

ভেঙে গেলে আর সহজে জোড়া লাগে না।

 

তোমার ভাঙনে আজ যমুনার প্রতিচ্ছবি। 

 

না এমন ভাবে ঝরো না।

 

এসো অগ্নি হও

পুড়ে ফেলো মমতার মেঘ

জমানো স্মৃতির ঘর জ্বলুক দাউ দাউ প্রতিশোধে 

 

জল নয় অগ্নিতে বাঁধুক বাসা ছায়াকবুতর

ক্রমশ অচিন ঘুমে অচেতন ফাগুন- ডাহুক।

শাহীন রেজা
শাহীন রেজা