আরোগ্য / অরূপ পান্তী
আরোগ্য / অরূপ পান্তী
জীবন না মৃত্যু, মৃত্যু না জীবন?
সমস্ত পথটি যেন ভাঙ্গা ভাঙ্গা
তোমার কাছে দুঃখদের ঘেঁশতে দেবো না
তোমার কাছে দুঃখের বাসা বাঁধতে দেব না
মৌচাক থেকে মধু সংগ্রহ করতে গেলে
মৌমাছি তাড়াতে গেলে, ধোঁয়া লাগে
আমি অগ্নি হয়ে ধোঁয়া হয়ে বসে থাকবো
সময়,জীবন, মূল্যবোধ, ক্রমশ পাল্টে যাচ্ছে
জানি নিজস্ব নিয়মে করোনা কেচ্ছা কাটিয়ে
পার্থিব জীবন ফিরে পাবে এক নতুন ছন্দ
করুণা, ডেল্টা, অমিক্রণ প্রকৃতির ধন্দ
এসো সকলে মিলে একটি অন্য পৃথিবী গড়ি
তুমি আমি ও আমাদের জন্য
যেভাবে সহাস্য ফুল গুঁজে দাও
পৃথিবীর সকল শূন্য ফুলদানিতে।।
Facebook Comments Sync