দাঁড়াও বেদনা/ প্রণব মজুমদার
দাঁড়াও বেদনা/ প্রণব মজুমদার
বেদনাকে স্থির হতে বলেছি!
কাঁদায় সে শুধু, ঝরে পড়ে জল;
সুখের পথে হাঁটতে গিয়ে দেখি
ঘায়েল করে সে হৃদয় অতল।
মমতাও দূরে সরে গেছে কবে!
আঁকড়ে ধরে রাখি যতনে রবে।
প্রণয় সেও নকল হয়ে যায়!
তোমারও শুধু পেতে মন চায়।
চলে যাব সমাপন হবে খেলা;
সময় এখন পড়ন্ত বেলা।
Facebook Comments Sync