স্বপ্নখোর/ নিলয় রফিক

স্বপ্নখোর

স্বপ্নখোর

স্বপ্নখোর/ নিলয় রফিক

 

শহরে দরজা খুলে বিমুগ্ধ চোখ ডাকে

রুমির অমৃত সুরা পাখির অরণ্যে

সন্ধ্যাঘুরে টমটমে সময় দাঁড়িয়ে আছে

ঝাউতলা মোড়ে সুরের উন্মাদ।

 

সামান্য দেরি হলেও সেতুর ধোঁয়া ভাসে

রসের পেয়ালা ঠোঁটে ধ্যানে মন

সুরেলা কণ্ঠেই গান লোকগাঁথা শব্দের শরীর

ঝিমিয়ে পড়েছে রাত, ঝরাপাতা মোহন পালক।

জলের শূন্যতা পিপাসার জোয়ারে মাতাল

গুপ্তবিষ মেঘের সুরত

উড়ে যাও স্বপ্নখোর, জানালায় স্বর্গের নজর

তারাদের পথে পাখিনূর জলচারু আঁকে।