শেষ যাত্রা/  শাহীন রেজা 

শেষ যাত্রা / শাহীন রেজা 

শেষ যাত্রা / শাহীন রেজা 

শেষ যাত্রা/  শাহীন রেজা 

 

যেদিন অন্ধরাত কাঁপিয়ে একযোগে ডেকে উঠবে কয়েকটি পেঁচা-

ঝরে পড়বে কিছু হলুদ ঠোঁট, পাতার মতো  ইতস্ততঃ, ছোপছোপ জোছনার ভীড়ে–

মেঘের নোঙর ছেড়ে বুনোজল ভেজাবে শ্যাওলার শীর্ণ দেহ;

সেদিন মাঝরাত্রির ট্রেনে আতর লোবানের সাথে যাত্রী আমিও; সহযাত্রী ডাহুকের দুটো চোখ।

শাহীন রেজা
শাহীন রেজা