হে বঙ্গবন্ধু / মুশতারী বেগম
হে বঙ্গবন্ধু / মুশতারী বেগম
হে বঙ্গবন্ধু
সিক্ত হৃদয়ের অশ্রু ভেজা চোখে জানাই তোমায় সালাম।
রক্ত শ্রাবণের স্রোত ও তপ্ত ঘাম ঝরিয়ে দিয়েছো তুমি
স্বাধীনতার দাম।
স্বর্ণাক্ষরে লিখে রেখেছি
যে হৃদয়ে মোরা তোমারি নাম।
স্বাধীনতা সংগ্রামের এক মহান
বিজয়ী নেতা তুমি,
তাইতো মোরা পেয়েছি নয় মাস মুক্তি যুদ্ধের পর এই স্বাধীন ভূমি।
হে স্বাধীন সত্তার দিশারী –
হে শৃঙ্খলমুক্ত বাঙালি জাতির কান্ডারি –
১৯৭১ এর ২৬ শে মার্চ আমরা বাঙালিরা পেলাম
এক লাল সবুজের পতাকা,
পেলাম এক স্বাধীন দেশ
বাংলাদেশ।
বঙ্গবন্ধু, তুমিই তো ছিলে
বাঙালির ভরসা,
এখনো তাকিয়ে আছি মোরা তোমার দিকে নিয়ে এক বুক আশা।
মরণেও কি পারি মোরা তোমায় ভুলিতে,,,
রক্তাক্ষরে লিখে রেখেছি যে
তোমার নাম ভালোবাসার তুলিতে!
তুমি আছো, তুমি থাকবে।
কেবল এই দিনেই নয়,
সারাটি জীবন বাঙালি তোমায় মনে রাখবে।
হে বঙ্গবন্ধু,
তোমায় আবারো জানাই
সশ্রদ্ধ সালাম।
Facebook Comments Sync