ভাগ হবে না / সাকিল আহমেদ
ভাগ হবে না / সাকিল আহমেদ
নিজেকে চিনতে মাঝে মাঝে নুন মেখে খাও নিজেকে
দ্যাখো স্বাদ আছে কিনা !
যে স্বাদের কোন অনুরাগ নেই, অঙ্গরাগ নেই,
সে স্বাদের কোন ভাগ হবে না।এ
ভালবাসা আর অনুরাগ উনিশ- বিশ ফারাক,
কেউ চটি পরে হাঁটে ,কেউ খালি পায়ে রাজপথে…
নিরুপায় গুণী মানুষকে কিনতে আগুন লাগে, আগুন
আগুন হয়ে যাও অথবা বারুদের কাছে ধার নাও জ্বলার সাহস।
দ্যাখো, বিবেক ও বিবেচনা দাঁড়িয়ে আছে জেব্রা ক্রসিংয়ে।
সুযোগ পেলেই বড়রা দেশ ভাঙে, ছোটরা হাতঘড়ি।
শান্তির পায়রা দেখবে সহজে ওড়ে না,
উড়িয়ে দাও , সে গিয়ে বসে মগডালে।
আমাদের বিবেক সহজে কালি মাখে না
আহাম্মকরা কালি মাখিয়ে দিয়ে সে স্বাদের ভাগ নেয়।
অমানুষ পোড়াতে চিতা ও চেঁখে দ্যাখে
সুস্বাদু কাঠ আছে কিনা…
হাজার মন ঘি-য়ে অহংকার সহজে পোড়ে না।
যে স্বাদের কোন অনুরাগ নেই,
সে অনুভূতির কোন ভাগ হবে না।
নিজেকে চিনতে মাঝে মাঝে নুন মেখে খাও নিজেকে
দ্যাখো বারুদ আছে কিনা,
দ্যাখো বিষাদ আছে কিনা।
Facebook Comments Sync