সোনালী আনন্দ জাগে মনে (কবি জীবনানন্দ দাশ-কে)  / অপু চৌধুরী 

সোনালী আনন্দ জাগে মনে (কবি জীবনানন্দ দাশ-কে)

সোনালী আনন্দ জাগে মনে (কবি জীবনানন্দ দাশ-কে)

সোনালী আনন্দ জাগে মনে (কবি জীবনানন্দ দাশ-কে)  / অপু চৌধুরী 

 

মৃত্তিকার বুক চিঁরে খোয়াই নদী বয়ে গেছে 

রুদ্র বৈশাখে নদীর স্রোত থেমে গেছে  

জীবনের মৃত্যুর মতো নদী’র করুণ কাহিনি 

বিশ বছর পেরিয়ে অতীত জীবনানন্দ দাশ। 

 

নাটোরের সেই রূপসী আজ কোথায়?

দুূর অজানাতে হারিয়ে গেছে সে 

মৃত্যুকল্প অস্তিত্বে আছে বনলতা সেন।  

 

একদিন সকাল ছিল শিশিরে ভেজা 

রোদেলা দুপুর, জোছনা ভরা স্বপ্নীল রাত 

ক্রমেই হারিয়ে গেল সোনাঝরা সুখের দিন 

শাশ্বত সুন্দর দূর অজানায় ধাবিত হল 

লুকিয়ে গেল অতীত বৃক্ষের আড়ালে। 

 

আকাশের নীল আর নদীর নির্জনতা

মানুষের ক্রোধ আর ভালবাসার গল্প। 

 

পদ্মা-মেঘনা-সুরমায় জলের যৌবন 

প্রতিদিন রোদ করে, রমণীরা জড়ো হয় 

আজো সোনালী আনন্দ জাগে জীবনে 

কাঁঠাল পাতা ঝরে যায় ভোরের বাতাসে। 

অপু চৌধুরী
অপু চৌধুরী