কবির প্রেয়সী / মেঘদূত শক্তি শঙ্কর পাণ্ডা

কবির প্রেয়সী

কবির প্রেয়সী

কবির প্রেয়সী / মেঘদূত শক্তি শঙ্কর পাণ্ডা

শোন বলি সুধী পাঠক পাঠিকা

আমি নয় কোন কবি,

মনের আকাশে ভেসে আসে যাহা

তুলি তার আঁকে ছবি।

সাহিত্যের আমি বুঝিনা কিছুই

তবু ডুবতে ভাল বাসি,

তল তার খুঁজে পাইনি এখনো

কোথা সেই মুক্তা রাশি!

বল যদি তুমি লিখে দিতে এক

কবিতা তোমার জন্যে,

সময়ের হবে অপচয় বৃথা

হয়ে যাবো আমি হন্যে।

তার চেয়ে ভাল পাশে এস বস

তোমার কবিতা পড়ি,

চোখের তারায় যে ভাষা খচিত

তা দিয়েই মূর্তি গড়ি।

আর যাই বলো,

বোলোনাকো কবি

কবিতা চপলা প্রেয়সী,

আসে আর যায় মন হলে তার

তবুও সে মোর শ্রেয়সী।

মেঘদূত শক্তি শঙ্কর পাণ্ডা
মেঘদূত শক্তি শঙ্কর পাণ্ডা