ঈদের শাড়ি / বেবী নাসরিন

ঈদের শাড়ি
ঈদের শাড়ি / বেবী নাসরিন
ছোট ছেলে ঈদ করতে আসবে । অপেক্ষায় মা । পথ চেয়ে কেটে যায় সময়। রাত গড়িয়ে সকাল হয় ।
সকাল গড়িয়ে রাত। বেড়াতে আসছে খোকা। রাতে এলো । মুখে চিন্তার ছাপ। মা বললেন ,কিরে বাবা কোথায় ছিলি ? এইতো মা । বেড়িয়ে এলাম আপুদের বাসা থেকে।
আমি চিন্তা করছি –!
তুমি বুঝনা বাবা?
বুঝি মা বুঝি — ।
একটা কান্ড ঘটেছে
মা –। কী কান্ড,বল?
বাবা। কিছু একটা ঘটেছে—
আমি বুঝেছি —
তুমি হয়ত খালা মনিরের বাসাতেও গিয়েছ?
না- মা।
আমি ঈদে তোমার পছন্দের নতুন শাড়িটা হারিয়ে ফেলেছি।
যা গেছে যাক ।
মন খারাপ করলেত? পাওয়া যাবে না।
তুমি সুস্থ ভাবে ফিরেছ, এটাই তো বেশি। আরো অনেক পাব—
কিভাবে হারিয়েছে জান?
মা ?
বল কিভাবে!!!!
আমি আমার ব্যাগ গুলি পায়ের কাছে রেখেছি। আমার পাশে বসা যাত্রী নিউমার্কেট নামল। সেই যাত্রীটা আমার ব্যাগটা নিয়ে নেমে পড়েছে । আমি নেমে চারিদিকে খুঁজলাম। কিন্তু পেলাম না। আমার খুব খারাপ লাগছিল। রাত বারোটা বেজে গেল। বাড়িতে খালি হাতে ফিরতে মন চাইছিল না। নিজেকে যেন জোর করে ফিরিয়ে নিয়ে এলাম ।
একটুও মনে কষ্ট নিওনা বাবা। যা যাবার তা গেছে—-!!!!!

Facebook Comments Sync