জীবন ও ফটোগ্রাফি

জীবন ও ফটোগ্রাফি একে অপরের সাথে নিবিড়ভাবে জড়িত দুটি যাত্রা। জীবনের প্রতিটি মুহূর্ত ক্ষণস্থায়ী, কিন্তু ফটোগ্রাফি সেই মুহূর্তগুলোকে স্থির করে দেয় চিরন্তন এক স্মৃতিতে। যেমন জীবনে আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আলো-অন্ধকার পাশাপাশি চলে, তেমনি ফটোগ্রাফিতেও থাকে আলো-ছায়ার খেলা, থাকে রঙের উজ্জ্বলতা কিংবা নিস্তব্ধ সাদাকালো। জীবনকে আমরা যত গভীরভাবে অনুভব করি, ফটোগ্রাফিতেও তার প্রতিচ্ছবি তত স্পষ্ট হয়। ফটোগ্রাফি কেবল একটি শিল্প নয়, এটি জীবনের ভাষা, আবেগ প্রকাশের অনন্য মাধ্যম। একটি ছবির মধ্যে যেমন লুকিয়ে থাকে ইতিহাস ও সংস্কৃতি, তেমনি থাকে মানবিকতার স্পর্শ। জীবন যেখানে প্রতিনিয়ত গতিময়, সেখানে ফটোগ্রাফি সেই গতিময়তাকে ধরে রাখে সময়ের সীমানার বাইরে। তাই বলা যায়, জীবনকে বুঝতে হলে যেমন প্রয়োজন অনুভূতি, তেমনি ফটোগ্রাফিকে উপলব্ধি করতে প্রয়োজন সেই অনুভূতিকে ক্যামেরার চোখে দেখা।

Bishwa Ijtema