বর্ষার ঘুমে বাংলাদেশ

বর্ষার ঘুমে বাংলাদেশ

আসমান কালো মেঘে ঢাকা 

জমিনে নেই আলো

অঝোর ধারায় বৃষ্টি নামে

দেখতে লাগে ভালো।

 

কিন্তু খোকার ভাবনা মনে

কেমনে যাবে পড়তে ? 

তৈরি আছে স্যারের পড়া

কোচিংটা চায় ধরতে ! 

 

টাপুরটুপুর ছন্দ তালে 

ঘুমিয়ে পড়ে শেষে 

ঘুরেবেড়ায় আপন মনে

স্বপ্নপুরির দেশে।

 

হেথায় তাকে প্রশ্ন করে 

বলবে তোমার কোন দেশ?

বললো ছেলে উচ্চকণ্ঠে 

আমার দেশ বাংলাদেশ।

ফরিদ সাইদ
ফরিদ সাইদ