এক বরষার বৃষ্টিতে

এক বরষার বৃষ্টিতে আবদুল্লা আল মামুন

মেঘাচ্ছন্ন আকাশে মেঘেদের মায়াবী খেলা

অঝোর ধারায় বৃষ্টি হয়ে নামে।

ঘাসের ডগায়, সবুজ পাতার ভীড়ে

ঝরে পড়ে বৃষ্টি¯স্নাত আলতো পানি

যৌবনারূপে বিমোহিত এ পৃথিবীর বুকে।

 

সকাল কিংবা ক্লান্ত দুপুরে

শেষ বিকেলের পড়ন্ত বেলায়

প্রকৃতির মায়ায় হারিয়ে যায় পিয়াসী মন

অনুরাগের ছোঁয়ায় বন্দী হতে।

 

বদ্ধমনের খিড়কি দুয়ার খুলে বৈষ্ণব কাব্যের

‘বর্ষামঙ্গল’ বন্দনা প্রাণে জাগায় নতুন সুর

আধাঁরের পরত খুলে তমাল তরুর ডালে

ভালবাসার দখিন হাওয়ায় উঁকি দেয়

এক বরষার বৃষ্টিতে ভিজে নতুন সূর্য।।

 

আবদুল্লা আল মামুন
আবদুল্লা আল মামুন