আগুনের সব ফুল তোমাদের করে অনিবার/ রানা জামান
আগুনের সব ফুল তোমাদের করে অনিবার/ রানা জামান
ব্যথা পেয়ে মা না বলে ভিন্ন ভাষা!
ফুলের সুবাস এড়িয়ে স্লোগান
কিংবা পাপড়ি গায়ে মেখে মিছিলের অগ্রে
প্রয়োজন ব্যাঘ্র আসার অধিক আতঙ্কের ছিলো
জিভ কেটে নিতে চাইলে মানবে কে সে?
প্রতিবাদ বোমা ফাটার ক্ষিপ্রতা নিয়ে কিংবা বেশি
দেয়াল পাঁজর পেতে চিকা মারা নিয়েছে বিন্দাস
রাজপথে রক্তিম আখড়ে সুদৃঢ় প্রতিবাদ ঝড়ো
ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কলেজ এবং..
সভা সমাবেশ কঠোর সিদ্ধান্ত:
অবশেষে পূর্ণ চাঁদ বায়ান্নর ফেব্রুয়ারির একুশে
এক শত চুয়াল্লিশ ধারার নিষেধাজ্ঞা মানে কে!
স্লোগানে মুখর মিছিলের উর্ধে বজ্রমুঠো
বন্দুকের গুলি লাশ ফেলার আশঙ্কা
সন্মুখে গমন পারেনি থামাতে ওঁদের
মায়ের ভাষায় লাগে নিকো তালা আর
বাংলা বর্ণ রক্তে সিক্ত হয়ে জিতে যায়
মাতৃভাষা ছাড়া মিটে না মনের আশা
বাংলা বর্ণ উচ্চারণের সাথে মনে পড়ে নাম-
রফিক জব্বার সালাম বরকত সফিউর:
ফাগুনের সব ফুল তোমাদের করে অনিবার।
Facebook Comments Sync