আমরা যেন ভুলে না যাই/ ফিরোজ শ্রাবন
ইয়া আল্লাহ প্রতিটা মানুষ যখন চরম কষ্টে দুহাত তুলে আপনার কাছে কিছু চায় আবার পরম আনন্দে খুশি হয়ে দু’হাত তুলে আপনার শুকরিয়া করে তখন আপনি নিশ্চয়ই খুশি হন। সত্যি বলতে কি, আমরা চাইতেও পারিনা । জানি না কিভাবে আপনার কাছে চাইতে হয়। আপনি মহান, না চাইতেও আমাদের অনেক কিছু দান করেন। আমাদের অনেকেই সৌভাগ্যবান যে আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি। যারা সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করেছেন তাদের ঈমান আর আমাদের ঈমানে বিস্তার ফারাক। ইয়া আল্লাহ আপনি রহমানুর রাহিম, আপনি ছাড়া আমাদের কেউ ভালবাসে না। আমাদের জন্মদাতা পিতা-মাতার চাইতেও আপনি আমাদের মায়া করেন, দয়া করেন। আমরা যখন ভাবি বাবা মা ছাড়া কিভাবে বেঁচে থাকবো। তখন নিশ্চয়ই আপনি আমাদের বোকামি দেখে হাসেন। কারণ আমাদের অনেকেরই বাবা-মা দুনিয়াতে বেঁচে নেই। অল্প বয়সে এতিম হয়েছি। কিন্তু দেখেন আপনার রহমতে আমরা বেঁচে আছি। ইয়া আল্লাহ আপনি জানেন বাবা- মা ছাড়া মনের কথা কাউকে বলা যায় না। যখন সমস্ত পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায়, তখনও কিন্তু আমার মা আমাকে বুকের পাজঁরে আড়াল করতে চায়। শত অপরাধী হলেও তার সন্তান যেন পৃথিবীর শেষ্ঠ সন্তান। সেই মা-বাবা যদি বেঁচে না থাকে কেমন লাগে বলেন! আমার ব্যর্থতার গ্লানি তারা ছাড়া কে সইবে। ইয়া আল্লাহ আপনি জানেন শত শত কাকের থাবা থেকে মা মুরগি পালিয়ে না যেয়ে প্রাণপণ যুদ্ধ করে তার বাচ্চাদের রক্ষা করে। তবুও কোন ভাবে মাকে পরাস্ত করে কাক, যদি কোন বাচ্চা নিয়ে যায় সেই বাচ্চা কোনদিন তার মাকে ক্ষমা করতে চায় না। বলে, তুমি তো আমার জন্য কিছুই করলা না মা। ইয়া আল্লাহ তখন বুঝতে পারি নাই যে কাক, খাবার না নিয়ে গেলে তার বাচ্চারাও অনাহারে থাকবে। ইয়া আল্লাহ আপনার সাথে আমাদের অভিমান হয় সত্যিই, কিন্তু আপনি যা জানেন আমরা তো তা বুঝতে পারি না। সে ক্ষমতা আমাদের নেই, তাই আমাদেরকে ক্ষমা করে দিন। ভুরি ভুরি সার্টিফিকেট আর জ্ঞান দিয়ে আমরা যতই বড় হতে চাই আসলে আপনার রহমত ছাড়া কিছুই হয় না। আমরা তা যেন ভুলে না যাই। ইয়া আল্লাহ দুনিয়াতে মায়েদের শক্তি শয়তানের শক্তির চেয়ে কম। তাই বলে মাকে কখনও পালাতে দেখিনি কিন্তু শয়তানকে পরাস্ত হতে দেখেছি বারংবার। বিশ্বস করেন এত ভাল লাগে সেই দৃশ্য দেখতে! মনে হয় আপনিও মনে করিয়ে দেন তোমার রবের রহমত থেকে নিরাশ হইও না। আমরা নিরাশ হইও না। কিন্তু বিশ্বাস করেন অপরাধী হয়ে বারবার আপনার সামনে দাঁড়াতে ভয় হয়। আপনি ক্ষমা করবেন তো ? ইয়া আল্লাহ প্রচন্ড বৃষ্টির আর ঝড়ের মাঝে যখন টিনের চালা কেঁপে উঠতো ভাবতাম এই বুঝি নিঃস্ব হলাম । ইয়া আল্লাহ়্ আপনি জানেন দালানের মাঝেও যখন প্রচন্ড বৃষ্টির আর ঝড়ের শব্দ শুনতে পাই । সেই টিনের চালার শব্দ আর আপনার কাছে আশ্রয় এখনও চাই। আমার পৃথিবী যতই আমাকে আত্মবিশ্বস আর প্রাচুর্য দিতে চায় আমি ভয় পাই যে, আমি কি তাহলে আল্লাহর রহমত থেকে দুরে সরে যাচ্ছি। তার কারণ কাউকে আপনি শুধু এই দুনিয়াতেই দিবেন আর কাউকে আপনি দুই দুনিয়াতে দিবেন। আমাদেরকে যদি এই দুনিয়াতে সব দিয়ে দেন তাহলে ওই দুনিয়াতে তো আমরা নিঃস্ব। ইয়া আল্লাহ আমরা পথভ্রষ্ট হলেও আপনি আমাদেরকে ফিরিয়ে আনেন। আবার আমরা অবুঝ শিশুর মত আপনার অবাধ্য হই। আপনি আমাদের কে ধ্বংস না করে আমাদের বারবার হেদায়াতের পথ দেখান। ইয়া আল্লাহ প্রত্যেক নামাজের পরে আপনার কাছে দোয়া চাই ”রাব্বির হাম-হুমা কামা রাব্বাই ইয়ানি সগিরা”। ইয়া রহমানুর রহিম নিশ্চয়ই আপনি দোয়া কবুল করেন। আমাদের মনে হয় মা-বাবা নিশ্চয়ই আমাদের ক্ষমা করেছেন। জীবদ্দশায় আমরা বাবা-মায়ের হক পুরাপুরি আদায় করতে পারি নাই। কারণ বুকের চামড়া দিয়ে বাবা-মায়ের জুতা বানিয়ে দিলেও বাবা-মায়ের ঋণ শোধ হয় না। ইয়া আল্লাহ মনে পড়ে যায়, এই সেই রমজান মাস গত বছরে আমাদের ঢাকা শহরে মাগরিব থেকে রাত আটটা পর্যন্ত ইফতার আর রাত বারোটা থেকে ফজর অব্দি সেহরী পাটিঁ যেন আমাদের ঢাকা শহরকে গ্রাস করে নিয়েছিল। আমরা যেন সবকিছুতেই সেলফি উৎসব মনে করে ভুলেই গিয়েছিলাম যে ইফতার সেহরী সাধারণ কোন বিষয় নয়। কে শোনে কার কথা। ইয়া আল্লাহ এই বছর ইফতার সামনে নিয়ে যখন ভাবি সবাইকে নিয়ে ইফতার করলে কতইনা ভাল হতো, তখন সে সুযোগ আর আমার হাতে নেই। আপনি সর্বশক্তিমান দয়াময় আল্লাহ, কেন যেন মনে হয় গত বছরে এই উপলব্ধি আমাদের আরও বেশিশ বেশি কেন হল না। আগামী বছর যদি আপনি আমাদের বাচিঁয়ে রাখেন আমরা যেন আমাদের এই শপথ ভুলে না যাই, যে দুনিয়াটা কোন হাসি তামাসার জায়গা নয়। দুনিয়াটা আখেরাতের শস্যক্ষেত্র। ইয়া আল্লাহ আপনি আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন না, আপনার রহমতের ছায়ায় একটু খানি আশ্রয় দিন। ইয়া আল্লাহ কাল কিয়ামতে প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সঃ) এর সাফায়ত আমাদের নসিব করেন, আমিন।
Facebook Comments Sync