বাবা দিবসে/ অনুপা দেওয়ানজী

বাবা দিবসে

বাবা দিবসে

বাবা দিবসে/ অনুপা দেওয়ানজী

 

বাবার আঙুল আঁকড়ে ধরেই 

টলোমলো দুটি পায়ে

ঘর ছেড়ে দোর পেরিয়ে উঠোন 

ছুটেছি ডানে ও বাঁয়ে।

 

অবোধ শব্দ ঠোঁট দুটি ছুঁয়ে 

দূরে চলে যেতো সরে 

বাবা সাথে সাথে বুঝে নিতো ঠিক 

না জানি কেমন করে।

 

চলতে শিখেছি বলতে শিখেছি 

ছুটতে শিখেছি যখন 

দেশ হতে দেশ ছুটিয়া গিয়াছি 

জীবন গড়িতে তখন। 

 

বহুদেশ ভ্রমি ফিরিয়া যখন 

এলাম বাবার কাছে

টলোমলো পায়ে আঙুল বাড়িয়ে 

বাবা দাঁড়ালেন এসে।

 

দুটি আঁখি মোর ছাপাইয়া পড়ে 

অবিরাম জলধার।

বাবার আঙুল আঁকড়ে ধরতে

চাই যে আরেকবার।

 

অনুপা দেওয়ানজী 
অনুপা দেওয়ানজী