বিজয় সুখে/ নূর মোহাম্মদ

বিজয় সুখে

বিজয় সুখে

বিজয় সুখে/ নূর মোহাম্মদ

 

স্বাধীনতার যুদ্ধপটে, লাখ্ শহীদের রক্ততটে

পাখিদেরো মৃত্যু ঘটে, যুদ্ধ স্মৃতির দুঃখ ওঠে

তাইতো আমার কান্না আসে

সত্যি কথা গল্প না;

শাপলা বকের বিল সন্ধিতে, পানকৌড়িদের ডুব ঢঙ্গিতে

মাছরাঙাদের ভাব ভঙ্গিতে, দোয়েল পাখির গান সঙ্গীতে

বিজয় সুখের চিহ্ন ভাসে 

সত্যি কথা অল্প না।

 

বুলেট বোমার বজ্র ঝড়ে, মানুষ পশু বৃক্ষ মরে

যুদ্ধরাতের অন্ধকারে, রক্তপাতের গন্ধ বাড়ে

কখনো বা চাঁদনি রাতে

ভাসায় বেশি চোখের জল;

কালো রাত্রি পণ্ডু করে, পল্লিবালার অশ্রু  ঝরে

মুক্তো হয়ে শিশির গড়ে, আমার দেশের ঘাসের তরে

সূর্যি মামা রক্ত মেখে

বিলায় বিজয় সুখের ঢল।

 

মুক্ত বায়ু বইছিল না, পালতোলা নাও চলছিল না

সবুজ সুখের ঢেউ ছিল না, খোকার ঘুড়ি উড়ছিল না

ছিল শুধু শহীদ মিছিল

লড়ছে বেশি বীর জোয়ান;

স্বাধীন হাওয়ায় হৃদয় জুড়াই, লাল সবুজের নিশান উড়াই 

পরাধীনের শিকল পুড়াই, বিজয় সুখে সাহস কুড়াই

জান দেবো তো মান দেবো না

আসুক যত ঝড় তুফান ।

নূর মোহাম্মদ
নূর মোহাম্মদ