বিভাজনে, রৌদ্রে ও জলে/ জাহাঙ্গীর আজাদ
বিভাজনে, রৌদ্রে ও জলে/ জাহাঙ্গীর আজাদ
ভিন্ন চোখের রঙ, ভিন্ন হাসির শব্দ
ভিন্ন চিবুকে তীব্র তিলের মতন
ঘাসের গন্ধেও থাকে কাঁটাতার
কুলীন আর ব্রাত্যজনের বিভাজন
আকাশও কেমন পরিপাটি, স্বচ্ছ নীলের পাশে
মার্জিত মেঘেদের চোখ
পটে আঁকা সাজানো বৃক্ষকে ছেপে
হানা দেয় দেবদারু হিজল অশোক
ডাকবাঙলোয় ভোর, কাঠবিড়ালীর দাঁতে
আটকে থাকে যজ্ঞডুমুর
অনভ্যাসের ছায়া যথারীতি দীর্ঘ হয়
শিল্পীত রৌদ্রতাপ হারায় দুপুর
বেলা যায়, ঈগলের পিঠে চড়ে
ঋতুচক্রের গন্ডি ক্ষয়িষ্ণু, তবুও প্রবাহ
বৈরী জলের স্রোত কুষ্ঠ রোগীর মতো
বয়ে নিয়ে যায় দাবদাহ
Facebook Comments Sync