বৈশাখে নিরানন্দ/ প্রণব মজুমদার
প্রণব মজুমদারের বৈশাখের কবিতা
বৈশাখে নিরানন্দ
বৈশাখ এলে চঞ্চল বালকের মত আমিও শিশু
ভেসে ওঠে মনের উজানে বাহারি বায়নার ঢেউ
বর্ষ শুরুর আগে পরে আমাদের ঠেকায় না কেউ
চৈত্র সংক্রান্তির ভোর ভাঙ্গে কাঁচা হলুদের ঘ্রাণে
দল বেঁধে হলুদ নিম পাতায় স্বচ্ছ নদী জলে স্নান
সকালে পাতা দই, মুড়কি, চিড়া খই গুড়ে মুখ
পাঁচনের স্বাদ, ঘরে ঘরে মিতালি, মিষ্টি বিনিময়
মেলায় পাতার বাঁশি, লাটিম কেনা, পান্তা ইলিশ
নাগরদোলা, গানের আসরে হারিয়ে যাওয়া মন
তরুণ তরুণীর রঙিন বসন সাজসজ্জা রকমারি
এসব আনন্দ বিস্মৃত হয়ে গেল অন্ধকার অতলে
এই বৈশাখও ভেজা দুঃখ, জীবাণুুর মরণ ছোবলে!
Facebook Comments Sync