বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান 

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান

মোহাম্মদ বশির খন্দকার প্রতিনিধি প্রবাস বাংলা ও সাপ্তাহিক পত্রিকা নায্যকথা ।

 

গতকাল ৭ ই ফেব্রুয়ারী শুক্রবারতা জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে  ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন রিয়াদ দূতাবাসের মিনিস্টার আনিসুল হক, ডিফেন্স অ্যাটাশে সাঈদ সিদ্দিক ও লেবার কাউন্সিলর মেহেদী হাসান।

অনুষ্ঠানটি প্রাণবন্ত সঞ্চালনা করেন দূতাবাসের প্রেস সচিব জনাব ফখরুল ইসলাম।

দূতাবাসের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মিনিস্টার আনিসুল হক, ডিফেন্স অ্যাটাশে সাঈদ সিদ্দিক ও লেবার কাউন্সিলর মেহেদী হাসান।  তাঁরা টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্রিকেট দলের খেলোয়াড়দের দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানান। আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী  উপলক্ষে বাংলাদেশ সরকার এবং রিয়াদ দূতাবাসের পক্ষ থেকে বছরব্যাপী অনেক গুলো অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে। এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির পদযাত্রা শুরু হতে যাচ্ছে। আমরা সবাই তার সাক্ষী হয়ে থাকবো।

 

গঠনমূলক  বক্তব্য রাখেন জনাব আব্দুস সালাম সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন। তিনি তাঁর বক্তব্যে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে রিয়াদ দূতাবাসের  এই আয়োজনের জন্যে মান্যবর রাষ্ট্রদূত গোলাম মসীহ ও দূতাবাসের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকী উপলক্ষে   ভবিষ্যতে সেসব অনুষ্ঠিত হবে, আওয়ামী পরিবারসহ রিয়াদ কমিউনিটির সবাই েতাতে অংমি নিয়ে অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করবে। তিনি বলেন, মুজিব আমাদের আদর্শ এবং জয় বাংলা শুধু আওয়ামী লীগের শ্লোগান নয়, এই শ্লোগান সবার জন্য।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য  রাখেন এ টি এম জিয়া উদ্দিন,  সভাপতি মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রফিকুল ইসলাম ভাইস চেয়ারম্যান বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জনাব ফয়সাল বাংলা লায়নের পরিচালক, ফ্রেন্ডস অব বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক, শামীম আবেদিন সিনিয়র সহ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশন, গিয়াস উদ্দিন মজুমদার আহ্বায়ক কৃষক লীগ, গোলাম মহীউদ্দীন, সহ সভাপতি বঙ্গবন্ধু ফাউন্ডেশনসহ আরও অনেকে।

 

উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে  অলংকৃত করেছেন আওয়ামী পরিষদের সভাপতি বিপ্লবী নেতা এম আর মাহবুব, সাবেক ছাত্র নেতা  জনাব রইসু উজ্জামান, ভারপ্রাপ্ত সভাপতি বঙ্গবন্ধু পরিষদ, এনামুল কবির বিশ্বাস, জেনারেল সেক্রেটারি বঙ্গবন্ধু পরিষদ ইয়াকুব আলম,  সাংগঠনিক সম্পাদক বঙ্গবন্ধু পরিষদ ও রিয়াদ কমিউনিটির আরও অনেকে।

জয় বাংলা        জয় বঙ্গবন্ধু

%d bloggers like this: