ছায়ার সমান দীর্ঘ নয় কেউ / শাহীন রেজা

শাহীন রেজা

শাহীন রেজা

একটি ছায়া দীর্ঘ হতে হতে মানচিত্র পেরোয়

একটি ছায়ার দেহে সকল দুঃখ, দৈন্য এবং দীর্ঘশ্বাস এঁকে

মাথা তুলে দাঁড়ায় একটি জাতি; নির্ভয়ে।

 

ছায়ার সমান দীর্ঘ নয় কেউ

ছায়া মানেই আস্থা ও বিশ্বাস।

একটি মানব-বৃক্ষ বড় হতে হতে

পর্বত, আকাশ ডিঙ্গায়; একজন মানুষ,

ছায়া তার মানচিত্র, ভূগোল।

 

ছায়ার নীচে নির্ভার সকাল দুপুর এবং রাত্রি

ছায়া, সকলের শেষ আশ্রয়।

%d bloggers like this: