করোনা ভাইরাস ও আমাদের সতর্কতা – আফরোজা পারভীন

আফরোজা পারভীন

আফরোজা পারভীন

করোনা ভীতিতে আক্রান্ত সারা দেশ। সারা দেশ না বলে সারা পৃথিবী বলা ভালো। উন্নত পৃথিবী  থেকেই এ রোগ আমাদের দেশে এসেছে। আর এ রোগে এসে প্রমাণ করে দিয়েছে ভাইরাস উন্নয়ন অনুন্নয়নের ধার ধারে না। সে সর্বত্রগামী। যেমন যেতে পারে পর্ণকুটিরে তেমনি  চোখ ধাঁধানো অট্টালিকায়। কোনো দারোয়ান, কোনো সিকিউরিটি তাকে আটকাতে পারে না। আটকাতে পারে সাবধানতা, সচেতনতা।

আমরা দেখছি ধনী গরীব নির্বিশেষে আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসে।  তবে বড় মানুষ, প্রতিষ্ঠিত মানুষেরা বেশি আক্রান্ত হচ্ছেন। বিভিন্ন দেশের একাধিক মন্ত্রী আর হোমরাচোমরা আক্রান্ত হয়েছেন রোগে।  আমি সর্বান্তকরণে আক্রান্তদের নিরাময় কামনা করি। 

এ অসুখে শিশু এবং বৃদ্ধের রিস্ক নাকি বেশি।  মেয়ে আমাকে নিয়ে বড্ড চিন্তিত। সারাক্ষণ বলছে বাইরে যেওনা, কাউকে জড়িয়ে ধরো না, হাত মিলিও না। জড়িয়ে ধরা, আদর করা বাঙালি সংস্কৃতি। আপনজনের সাথে, বন্ধু-বান্ধবের দেখা হবে আর জড়িয়ে ধরবে না, আদর করবে না এটা হয় কখনও। তাতে আমরা পুরোনো দিনের মানুষ। 

মনে হয় যেন মাত্র কদিনের কথা। মা বলছেন, বুঝবে না মণি আমরা পুরোনো দিনের মানুষ। মাত্র কদিনের ব্যবধানে মায়ের সে সংলাপ উঠে এলো আমার কণ্ঠে। এর নাম বুঝি ধারাবাহিকতা, আত্মীকরণ। যা বলছিলাম, আমরা পুরোনো দিনের মানুষ। আমাদের সাথে এখনকার মানুষের অনেক কিছুই মেলে না। মনে আছে আমার বিয়ের সময় কাঁদতে কাঁদতে এমনভাবে ভাইকে জড়িয়ে ধরেছিলাম যে, ভাইয়ের পিঠে আমার হাতের নখ বসে গিয়েছিল। এখন বিয়েতে মেয়ের কান্না দেখা মোটামুটি অসম্ভব দৃশ্য। ছেলে মেয়ে বিয়ের স্টেজে বসে দিব্বি হাসে, সেলফি তোলে , গল্পগুজব করে, এ ওর ঘাম মুছিয়ে দেয়। আমরা দেখি আর অবাক হই। 

এর একটা বড় কারণ এটাই যে, অনিশ্চয়তা অনেকটাই কেটে গেছে। আগে একটা সম্পূর্ণ অজানা অচেনা পরিবেশে মেয়ে যেত। সেখানে সবার সাথে মানিয়ে চলার ব্যাপার ছিল। বেশিরভাগ পরিবারই ছিল যৌথ। তাছাড়া বাবা মাকে ছেড়ে যাবার একটা কষ্ট তো ছিলই। এখনকার মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেরা পছন্দ করে বিয়ে করে। পছন্দের বিয়ে না হলেও কথাবার্তা হবার পর নিজেদের মধ্যে জানা শোনা হয়। তখন ছেলে মেয়ে অনেকটা সহজ হয়ে যায়। এখনকার বেশিরভাগ মেয়ে স্বনির্ভর। তাই স্বামী বা শ্বশুরবাড়িকে সন্তুষ্ট করা নিয়ে তেমন ভাবে না। অনেকেরই টার্গেট থাকে যত দ্রুত সম্ভব একা হয়ে যাওয়া। অনেকে তো দূরে থাকেই। আর বাবা মা! এখনকার মেয়েদের বাবা মায়ের কাছে যেতে স্বামী শ্বশুর শাশুড়ির অনুমতি লাগে না। 

কাজেই নিরাপত্তা বলয় জোরদার থাকলে, অনিশ্চয়তা না থাকলে কান্না না পাবারই কথা। তারপরও কথা থাকে। ইমোশন বলে একটা জিনিস আছে। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে ওটার বড় অভাব । অবশ্য এ কথা সব মেয়ের বেলায় প্রযোজ্য না। এই আকালের রাজ্যেও কেঁদে ভাসিয়ে  দেয় এমন বিরল দৃশ্য কখনও কখনও দুই একটা চোখে পড়ে। তবে চোখে পড়া ভাগ্যের ব্যাপার। 

একাল আর সেকালের ব্যাপারটা শুধু বিয়ের বেলায় প্রযোজ্য না। একালের  ছেলে মেয়েরা যেমন স্মার্টলি সব কিছু নিতে পারে আমরা তা পারি না। এই যে বিয়ে ভাঙা, প্রেম ভাঙা এগুলো এখন খুবই সহজ ব্যাপার।  ছেলে মেয়েরা স্মার্টলি বলে, মতের মিল যখন হচ্ছে না বিয়ে ভেঙে যাক। ভেঙে ফেলেও । বারবার প্রেমে পড়াকে কোনো ব্যাপারই মনে করে না আজকালের ছেলে মেয়েরা। আমরা পুরোনো দিনের মানুষ, আমরা মনে করি। ইস্টাবলিশমেন্ট ভাঙতে ভয় পাই।

যাক্ কিসের থেকে কিসে চলে এলাম। এটাও কিন্তু ওই যে বয়সের কারণ। খেই থাকে না। শুরু করেছিলাম করোনা ভাইরাস  নিয়ে। যে রোগের কোন ওষুধ নেই সে ব্যাপারে তো সতর্ক থাকাই উচিত। সে কারণে বড় বড় সমাবেশ বন্ধ করা হয়েছে। এয়ারপোর্ট বন্ধ। । বাচ্চাদের স্কুল অফিস আদালত বন্ধ । অনেক জায়গা লক ডাউন করা হয়েছে। রাস্তায় টহল দিচ্ছে সেনাবাহিনি। মাননীয় প্রধানমন্ত্রী করোনা প্যাকেজ মোকাবিলার জন্য বিশাল অঙ্কের প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন। তিনি প্রতিদিনই ভিডও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন। জেলায় জেলায় কথা বলছেন। জনপ্রতিনিধিদের মানুষের পাশে দাঁড়াবার নির্দেশ দিয়েছেন। ত্রাণ চুরির ব্যাপারে কঠোর হুঁশিয়ারি জারি করেছেন।

প্রাণিকূলের মধ্যে শ্রেষ্ঠ নাকি মানুষ। প্রতিদিন মানুষের পায়ের তলায় পড়ে কত পিঁপড়ে পোকা আর ছোট ছোট জীব মারা যাচ্ছে আমরা জানিও না। মশা মাছি মারার জন্য আমরা কত পদ্ধতিই না নিচ্ছি। গরু ছাগল জবাই করছি, খাচ্ছি। বাঘ সিংহ বলশালী হলেও তারা থাকে প্রকৃতিতে। এটা স্রষ্টার  তৈরি ভারসাম্য। কিন্তু অরণ্য নেই বলে তারাও আজ কমতে কমতে শূন্যের কাছাকাছি। মানুষের আগ্রাসনের শিকার। বনের পশুকে আমরা আটকে রাখি চিড়িয়াখানায় বা অভয়াশ্রম নামে হাস্যকর আরেক জাতীয় বন্দিশালায়। আমরা একবারও ভাবি না আমাদের বনে নিয়ে ছেড়ে দিলে বা জেলবন্দি করে রাখলে কি দশা হবে। ভাবিনা কারণ আমরা নিজেদের নিয়েই ব্যস্ত। নিজেরা কি করে আরো পাবো আরো খাবো আরো উপরে উঠব এটাই এখন আমাদের চিন্তা। আমরা আমিত্বের বাইরে যেতে পারি না। সেই আমিত্ব এতটাই প্রকট যে নিচে তাকানো তো দূরের কথা পাশে তাকাতেও অনিচ্ছুক আমরা। কিন্তু আমরা ভুলে যাই একা একা থাকা যায় না, বাঁচা যায় না। অরণ্যে ছেড়ে দিলে আমরা বাঁচবো না, নির্জন দ্বীপেও না। সেই আমিত্ব সর্বস্ব আমরাই এখনও একা একা বাঁচার জন্য আহাজারি করছি। খাদ্য মজুদ করছি। পাশের লোকের কথা একটিবার ভাবছি না। বলিহারি আমিত্ব!

করোনার কারণে চারদিকে আতঙ্ক। কিন্তু বাঙালি বড়ই অসচেতন জাতি। বাচ্চাদের স্কুল বন্ধ করার পরও কোচিং চলেছে। বন্ধ পেয়ে বাবা-মারা ছেলে মেয়েদের নিয়ে চলে গেছেন সমুদ্র  সৈকতে। সেখানে গিজগিজ করছে মানুষ। দিব্বি সেলফি তুলছেন। এর মাঝে নির্বাচন হয়েছে নির্বাচন। অদম্য নির্বাচন কমিশন। বিদেশ প্রত্যাগতরা দিব্বি ঘুরে বেড়াচ্ছিলেন। কোলাকুলি করছিলেন। বিয়েও করেছেন কেউ কেউ বলে জানা গেছে। এখনও গলিতে চাপাবাজি চলছে। বাঙালিকে ঠেকায় কার সাধ্যি!

মাস্কের দাম আকাশ ছুঁয়েছিল। স্যানিটাইজার পাওয়া যাচ্ছে না। আমার মেয়ে করোনা এইভাবে বিস্তারিত হবার দিন কয়েক আগে বাসার চারজনের জন্য চারটে মাস্ক এনেছিল ১৬০০ টাকা দিয়ে। আমার ধারনা ছিল এক একটার দাম বড়জোর তিরিশ টাকা হবে। ৪০০ টাকা শুনে চোখ চড়কগাছ হয়েছিল। মেয়ের উপর বিরক্ত হয়েছিলাম। জানতাম এ মাস্ক কেউ ব্যবহার করবে  না। ধুলোয় গড়াগড়ি খাবে । এমন অনেক মাস্ক আমি জীবনভোর পেয়েছি, কিনেছি আর গড়াগড়ি খেয়েছে। কিন্তু কদিন পর শুনলাম ওই দামি মাস্ক বাজার থেকে উধাও। আমার এক বন্ধু তার জামাই-এর জন্য বিদেশে পাঠাতে গিয়ে আতিপাতি করে খুঁজে পায়নি। দশ টাকার সাধারণ মাস্কের দাম হয়েছে ২০০ টাকা। তাও পাওয়া যাচ্ছে না। মানুষের জীবন রক্ষাকারী সামগ্রী নিয়ে এরা ব্যবসা করছে আর মানুষ অনিশ্চয়তায় ভুগছে। মাস্ক পরলেই যে সব ভয় কেটে যাবে তেমনও নয়। জানা গেছে আক্রান্তদের জন্য মাস্ক জরুরি। কিন্তু করোনার জন্য মাস্ক জরুরি হোক বা না হোক ধুলা বালি হাঁচি কাশি থেকে বাঁচার জন্য জরুরি এটা তো ঠিক। বার বার হাত  ধোয়া, হ্যান্ডশেক না করা, হাঁচি কাশি থেকে দূরে থাকা, বিদেশ প্রত্যাগতদের থেকে দূরে থাকা খুবই জরুরি। সরকার এখন অক্রান্ত আক্রান্ত না এমন সবাইকেই মাস্ক পরতে নির্দেশ দিয়েছে। 

 শেষ কথা বলি, করোনা অনেক মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। আমার ফুফাতো ভাই ডাক্তার আফাক দায়িত্ব পালনকালে করোনায় আক্রান্ত হয়ে মদিনার একটা হাসপাতালে মারা গেছে। মারা গেছে আমার জুনিয়র সহকর্মি প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের এক উপসচিব । চেনা অচেনা অনেকেই মারা গেছেন। মহান আল্লাহ তাদের বেহেশত নসীব করুন।

 কোনো কোনো প্রসঙ্গ তুলে অনেকে বলছে, ‘আল্লাহর মার দুনিয়ার বার।’ আল্লাহর মার যে দুনিয়ার বার একথা তো  অবধারিত। বলাবলির কি আছে। কিন্তু এমন মার আমরা চাই না। চাই না এ মারে আটকা পড়ি আপনি, আমি, অন্য মানুষ, অন্য দেশের মানুষ। কে কখন কোথায় আক্রান্ত হবেন তার তো কোনো ঠিক নেই। তাই ওসব কথাবার্তা বাদ দিয়ে প্রত্যেকেই নিজের মতো সতর্ক হোন, আশপাশের মানুষকে সতর্ক করুন।

%d bloggers like this: