দুঃখ সুখের পদাবলী – প্রণব মজুমদার
জীবনকে বাড়তে দাও
সে তোমায় উপাত্ত দেবে
দ্যুতি ছড়াবে অষ্টপ্রহর
যন্ত্রণাকে পরশ দাও ধৈর্যের
সে খানিকটা জ্বালা দেবে
বিনিদ্র রাত্রি পাবে হয়তো
আনন্দকে ভালোবাসা দাও
সে তোমায় দীর্ঘায়ু দেবে
আনুষ্ঠানিকতা পাবে
কান্নাকে বাধা দিও না
সে তোমায় সমুদ্র দেখাবে
লোকালয়ে তুমি উদার হবে
দুঃখকে বরণ করে নাও
সে স্বনির্ভরতার ঠিকানা দেবে
চাঁদের হাটেই তোমার বসবাস
জীবন যন্ত্রণা হাসি কান্না নিত্য আয়োজন
দুঃখ সুখ সেতো প্রাণের পদাবলি
সব সমাপ্ত হয় ধীরে এবং ধীরে
মৃত্যুকে আলিঙ্গন করো নিবিড় মমতায়!
অদেখা শান্তি শান্তি শান্তি!
Facebook Comments Sync